Home Weather টানা বৃষ্টির পর এখন ঝলমলে আকাশ, পুজোর সময় কেমন থাকবে আবহাওয়া জেনে নিন

টানা বৃষ্টির পর এখন ঝলমলে আকাশ, পুজোর সময় কেমন থাকবে আবহাওয়া জেনে নিন

by Shreya Maji
3 views

কলকাতা: নিম্নচাপের জেরে প্রবল বৃষ্টিতে ভিজেছে দুই বাংলা। টানা বৃষ্টির জেরে উত্তরবঙ্গের অবস্থা শোচনীয় হয়ে গিয়েছে। হড়পা বানে বিদ্ধস্থ সিকিম। প্রাণ গিয়েছে প্রায় ৪০ জনের। তবে আবহাওয়া দফতর জানাচ্ছে আর এখন বৃষ্টি নয়। আকাশ থাকবে পরিষ্কারই। আগামী কয়েকদিনে পুরোপুরি বাংলা থেকে বিদায় নেবে বর্ষা। এইউইকেন্ডে জমিয়ে শপিং করার জন্য থাকছে না কোনও বাধা।

পুজোর আগে আপাতত বৃষ্টি হচ্ছে না। পরিষ্কার থাকবে আকাশ। নিম্নচাপ হারাচ্ছে শক্তি। উত্তরবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গে সেই ভাবে কোথাও বৃষ্টি হবে না। বাড়বে তাপমাত্রাও। আজ কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি  বেশি। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩২ ডিগ্রি সেলসিয়াস।

আগামী বুধবার পর্যন্ত বাংলার আকাশ পরিষ্কারই থাকবে। বাইরে বেড়িয়ে হঠাত করে ভিজে যাওয়ার কোনও ভয় নেই। আবহাওয়া দফতর জানিয়েছে আগামী ২-৩ দিনের মধ্যে বর্ষা বিহার। ওডিশা এবং ঝাড়খন্ডের কিছু অংশ থেকে বিদায় নেওয়ার পর বাংলা থেকে পুরোপুরি বিদায় নেবে।

You may also like