Home Weather বঙ্গের ৮ জেলায় জারি তাপপ্রবাহের কমলা সতর্কতা, ৭ জেলায় হলুদ সতর্কতা

বঙ্গের ৮ জেলায় জারি তাপপ্রবাহের কমলা সতর্কতা, ৭ জেলায় হলুদ সতর্কতা

আবহাওয়া মারাত্মক রূপ নিতে চলেছে।

by Mahanagar Desk
62 views

মহানগর ডেস্ক:   মানুষ এই তীব্র গরমে অতিষ্ট হয়ে যাচ্ছেন। একেই বাংলা তেতে পুড়ে যাচ্ছে তারমধ্যেই আবার আলিপুর আবহাওয়া দফতর যা জানালো, সেই খবর রাজ্যবাসীদের আরও চিন্তায় ফেলে  দিয়েছে। আবহাওয়া দফতর বেশ কিছু জায়গায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে।  স্বাস্থ্য দফতরেরর তরগফ থেকেও জারি করা হয়েছে নির্দেশিকা।

আলিপুর আবহাওয়া দফতর অনুযায়ী জানা গিয়েছে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত  বঙ্গের মোট ৮টি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এদিকে  হলুদ সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের ৭ জেলায়। এমনকি কলকাতাতেও ৩ দিন ধরে তাপপ্রবাহের সতর্কতা জারি রয়েছে। জানানো হয়েছে  বাঁকুড়া-পানাগড়ের তাপমাত্রা ৪৪ ডিগ্রি পর্যন্ত পৌঁছতে পারে। মেদিনীপুর-আসানসোলের তাপমাত্রা ৪৩ ডিগ্রিতে পৌঁছতে পারে ।  আলিপুর-দমদমের তাপমাত্রা ৪০-৪১ ডিগ্রি পর্যন্ত থাকতে পারে। দক্ষিণবঙ্গের ৮টি জেলায় তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। এগুলির মধ্যে রয়েছে- বর্ধমান, দুই মেদিনীপুর, বাঁকুড়া , ঝাড়গ্রাম, পুরুলিয়া।

এটাও জানানো হয়েছে যে, দক্ষিণ ২৪ পরগনা জেলার আবহাওয়া মারাত্মক রূপ নিতে চলেছে,  অস্বস্তি বাড়বে দক্ষিণে। যার জেরে গতকাল, অর্থাৎ মঙ্গলবার, মুখ্যসচিব বি পি গোপালিকা নবান্নে বিশেষ বৈঠকে বসেছিলেন । ওই বৈঠকে ভার্চুয়াল ভাবে মিটিং এ ছিলেন জনস্বাস্থ্য কারিগরি দফতরের সচিব এবং অন্যান্য জেলাশাসকরা এই তীব্র গরমে একমাত্র জোড়া ঘূর্ণাবর্তই পারে গরম  একটু কমাতে। তবে ঘূর্ণাবতের জেরে, দক্ষিণবঙ্গে যে খুব একটা স্বস্তি মিলবে, এমনটা কিন্তু না। বরং বৃষ্টির আভাস রয়েছে উত্তরবঙ্গে।

উত্তরবঙ্গে বিক্ষিপ্ত জায়গায় ঝড়-বৃষ্টির সম্ভবনা আছে। তার জন্য ওই অঞ্চলে  হলুদ সতর্কতা জারি করা রয়েছে। প্রত্যেক জেলার কন্ট্রোল রুমকে এই সময়ে সতর্ক থাকতে বলা হয়েছে। কোনো কাজ না থাকলে ১২টার পর থেকে বিকাল চারটে পর্যন্ত রাস্তায় না বেরোনো শ্রেয়। প্রয়োজন ছাড়া বাইরে যেতে কেউ না বেরন, এমনটাই পরামর্শ দেওয়া হয়েছে। এর পাশাপাশি প্রশাসনকে আগেভাগে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে পরিস্থিতি সামাল দেওয়ার জন্য । শুধু তাই নয়, জনস্বাস্থ্য কারিগরি দফতরের, পানীয় জলের পাউচ প্যাকেট, পর্যাপ্ত পরিমাণে আগে থেকে, মজুত করে রাখার কথা বলা হয়েছে ।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved