কলকাতা: পুজোর শুরু থেকে আবহাওয়া একেবারে পারফেক্ট ছিল। মহালয়ার পর থেকে চুটিয়ে ঠাকুর দেখেছে মানুষ। মহাষ্টমীর আনন্দ মাটি না করলেও ওই দিন রাত থেকেই বাংলার আবহাওয়া বদলে যাবে। নবমী থেকেই ৭ রাজ্যের ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হবে। দক্ষিণবঙ্গের কিছু জেলায় নবমী ও দশমীতে বৃষ্টিপাত হতে পারে।
নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে। যা রবিবার শক্তি সঞ্চয় করে পশ্চিম দিকে এগাবে। আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে এর জেরেই কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টি হতে পারে বলেই জানানো হয়েছে। একাদশীতে কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনায় বৃষ্টি হবে। নবমী থেকে একাদশী পর্যন্ত বৃষ্টি হতে পারে বলেই উল্লেখ করা হয়েছে।
এমনিতেই জেলার তাপমাত্রা অনেকটাই কমেছে। বৃষ্টির কারণে তাপমাত্রা আরও ২-৩ ডিগ্রি কমতে পারে । এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর। গ্রামের দিকে রাত ও ভোরের দিকে পরছে শিশির। আবহাওয়া বেশ মনোরম। কিন্তু নবমী থেকে বৃষ্টির খবরে মন খারাপ বাঙালির। যদিও এটাই স্বাভাবিক। এমনিতেই মায়ের বিদায় এগিয়ে এলে মন ভার হয়ে থাকে তার পর বৃষ্টি বাধা।