Home Weather শিলাবৃষ্টি, বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির প্রবল সম্ভাবনা

শিলাবৃষ্টি, বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির প্রবল সম্ভাবনা

by Shreya Maji
64 views

মহানগর ডেস্ক:  এখনই রেহাই নেই,  আজও বৃষ্টিতে বিজবে দক্ষিণবঙ্গ।  দিনভর বৃষ্টি হবেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। সেই সঙ্গেই বইবে ৩০-৪০ কিমি বেগে ঝড়ো হাওয়া। আগামী কয়েকদিন ধরেই  এই বৃষ্টি চলতে থাকবে। আগামী দিন  বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে।

আজ মঙ্গলবার ঝড় ও বৃষ্টির পূর্বাভাস রয়েছে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, হাওড়া ও হুগলিতে । বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সঙ্ঘগে ণ্টায় ৫০-৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। ৪০-৫০ কিমি ঝড়ের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, মুর্শিদাবাদ এবং নদিয়াতে ।

আগামীকাল বুধবার ও পরের দিন দিন বৃহস্পতিবার বাড়বে বৃষ্টির পরিমাণ। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হবে বৃষ্টি। আগামী ২৩ মার্চ থেকে উত্তরবঙ্গে শুরু হবে বৃষ্টি।  শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে।  টানা বৃষ্টির জেরে আগামী ২ দিন তাপমাত্রা কম থাকবে। তবে মেঘলা আকাশের কারণে দিনের থেকে রাতের তাপমাত্রা বেশী থাকবে।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved