মহানগর ডেস্ক : আরব সাগর ও বঙ্গোপসাগরে দুটি নিম্নচাপের প্রভাব আজ থেকে পড়বে বঙ্গে। মাটি হতে পারে সপ্তাহ শেষে পুজোর বাজার। আজ শনিবার ও আগামীকাল রবিবার দক্ষিণবঙ্গে দিনভর বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। জোড়া নিম্নচাপ শক্তি বৃদ্ধি করবে এবং পশ্চিমবঙ্গ উপকূলের দিকে অগ্রসর হবে। যার জেরেই ৪ থেকে ৫ দিন টানা বৃষ্টি হবে বঙ্গে।
হাওয়া অফিস সূত্রে খবর, শুক্রবার সকাল থেকেই আকাশ সাধারণত মেঘলা। হালকা থেকে ভারি বৃষ্টিও হয়েছে কলকাতা সহ বেশ কয়েকটি জেলায়। পরবর্তী ২৪ ঘন্টা অর্থাৎ শনিবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ওই দিন দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর ছাড়াও পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। পূর্ব মধ্য বঙ্গোপসাগরে অতি ভারী নিম্নচাপ তৈরি হওয়ার কারণে পশ্চিমবঙ্গ, ওডিশা, মধ্যপ্রদেশ, গুজরাটে শুক্রবার বিকেলের পর থেকেই একনাগাড়ে শুরু হয়েছে ভারী বৃষ্টি। নিম্নচাপের জেরে আগামী ৪৮ ঘণ্টা মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে। উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলা, দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৫ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৮৯ থেকে ৯৪ শতাংশ। অরুণাচল প্রদেশ, অসম, মিজোরাম, মণিপুর, ত্রিপুরা, নাগাল্যান্ড, মেঘালয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।উত্তর বঙ্গোপসাগরে ৩০ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর ৪৫ কিমি প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তাল হতে পারে সাগর।পশ্চিমবঙ্গের পাশাপাশি উত্তর ওড়িশার উপকূলও উত্তাল থাকবে আগামী দু’দিন।