কলকাতা: জানুয়ারিতে শীতের ঝড়ো ব্যাটিং। ঠাণ্ডায় কাঁপছে বাংলা। কলকাতাতেও পারদ নেমেছে ১২ ডিগ্রিতে। সঙ্গে রয়েছে ঘন কুয়াশার দাপট। রাজ্যের বহু জেলাতে জারি করা হয়েছে শৈত্যপ্রবাহের সতর্কতা। এই শীতের মধ্যেই চলতি সপ্তাহের মাঝে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। এই বৃষ্টির পর আরও বেশী ঠাণ্ডা পড়বে নাকি বাড়বে তাপমাত্রা জেনে নিন কি বলছে হাওয়া অফিস।
আলিপুররে পক্ষ থেকে জানানো হয়েছে এই কনকনে ঠাণ্ডা আর থাকবে না। বৃষ্টির কারণে মকর সংক্রান্তির পরেই বাড়বে তাপমাত্রা। বৃষ্টির কারণের আগামী বুধ-বৃহস্পতিবার থেকে ২ থেকে ৩ ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পাবে। তবে তার আগে আজ সোমবার পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে শৈত্যপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ১০ ডিগ্রির নীচে থাকবে বলেই উল্লেখ করা হয়েছে।
বুধ বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার জেলাতে। হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছ মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে । মালদা, দুই দিনাজপুরও বৃষ্টি হতে পারে। মঙ্গলবার দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টিতে ভিজতে পারে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা হাওড়া হুগলি এবং নদিয়া জেলাও। দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে।