HomeWeatherদশমীর সিঁদুর খেলা কি পণ্ড করবে বৃষ্টি, জেনে নিন কি বলছে হাওয়া...

দশমীর সিঁদুর খেলা কি পণ্ড করবে বৃষ্টি, জেনে নিন কি বলছে হাওয়া অফিস

- Advertisement -

কলকাতা: নিম্নচাপের জেরে গতকাল সোমবার থেকে শুরু হয়েছে বৃষ্টি। শেষ বেলায় ঠাকুর দেখা মাটি হয়েছে। আজ দশমী উমার ঘরে ফেরার পালা। মন খারাপ সকলের। আবার এক বছরের অপেক্ষা। তবে দশমীতে সিঁদুর খেলাও কি মাটি হবে এই প্রশ্ন সকলের মনে। বৃষ্টি হলেও কতটা হবে। জেনে নিন কি বলছে আবহাওয়া দফতর।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ তৈরি হয়েছে। জানা গিয়েছে বাংলাদেশের খেপুপাড়ার দিকে হামুনের অভিমুখ। বুধবার খেপুপাড়া ও চট্টগ্রামের মাঝামাঝি কোনও জায়গা দিয়ে স্থলভাগে প্রবেশ করবে বলেই জানানো হয়েছে। এর জেরেই একাদশী পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলার উপকূলবর্তী জেলাগুলিতে। ২৫ অক্টোবর সন্ধ্যা নাগাদ বাংলাদেশের উপর এই নিম্নচাপ আছড়ে পড়তে পারে। দুই মেদিনীপুর, দুই ২৪ পরগনার কয়েকটি জায়গায় ভারি বৃষ্টি হতে পারে। হাওড়া, হুগলি ও কলকাতায় মাঝারি বৃষ্টি হতে পারে।

জেলাগুলিতে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগ সহ ঝড়ো হাওয়া বইতে পারে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। সকাল থেকেই জেলার আকাশ মেঘলা, বৃষ্টিও হচ্ছে। মেয়াদের বিদায় বেলায় এই আবহাওয়ায় সত্যিই মন খারাপ সকলের।

 

 

Most Popular