কলকাতা: পুজোর পর বেশ ঠান্ডা পরেছিল কিন্তু সেই শীতের আমেজে বাধ সাধছে এই মেঘলা আবহাওয়া। আকাশে মেঘের কারণে বেড়েছে তাপমাত্রা। কলকাতা সহ জেলাজুড়ে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। সপ্তাহের শেষদিকে দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে।
আগামী ৪-৫ দিন খুব একটা পরিবর্তন হবে না তাপমাত্রার। গরম ভাব বাড়বে। চলতি সপ্তাহের মাঝেই উত্তরবঙ্গে বৃষ্টি হতে পারে। ঠান্ডার যে আমেজ কয়েকদিন বঙ্গবাসী উপভোগ করেছিল সেটআ আপাতত কয়েদিন আর পাওয়া যাবে না। রাজ্যের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। পশ্চিমি ঝঞ্ঝা ও পূবালী হাওয়ার জেরেই এই বৃষ্টিবাত। তবে আকাশ পরিস্কার হয়ে গেলে আবারও তাপমাত্রা কমবে বলে জানিয়েছে আলিপুর।
ঠান্ডা গরমে মানুষের জ্বর-সর্দির সম্ভবনা রয়েছে। এই কারণে চিকিৎসকরা সকলকে সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন। চলতি বছরে গরমে নাভিশ্বাস উঠেছিল সকলের। সেই তুলনায় ঠাণ্ডা কতটা পরে সেই দিকেই তাকিয়ে সকলে।