Home Weather এখনই কমবে না দুর্যোগ, আর কতদিন চলবে এই ঝড় বৃষ্টি, জেনে নিন

এখনই কমবে না দুর্যোগ, আর কতদিন চলবে এই ঝড় বৃষ্টি, জেনে নিন

by Shreya Maji
108 views

মহানগর ডেস্ক: ফিরছে সেই অস্বস্তিকর প্যাচপ্যাচে গরম। তবে তাঁর মধ্যেই দুই বঙ্গে দুর্যোগের পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। সেই মতই মঙ্গলবার জেলায় জেলায় হঠাত করে সন্ধ্যে বেলা দুর্যোগ নেমে আসে। একাধিক জেলায় ঝড়ে লণ্ডভণ্ড হয়েছে সমস্ত কিছু সেই সঙ্গেই বয়ে গিয়েছে ঝড়ো হাওয়া। আজ বুধবার এবং আগামীকাল বৃহস্পতিবার ঝড় -বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

 মঙ্গলার বিকেলে থেকেই জেলাজুড়ে মুখ ভার ছিল আকাশের। হুগলী, দুই বর্ধমান, নদিয়া, দুই মেদিনীপুর সহ একাধিক জেলা ভিজেছে হালকা থেকে মাঝারি বৃষ্টিতে , সঙ্গে কিছু জায়গাতে ঝড়ও হয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, ২১ এবং ২২ ফেব্রুয়ারি  কলকাতা সহ পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে  দক্ষিণবঙ্গে  বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে  শুক্র-শনিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি দুর্যোগ চলবে। উত্তরবঙ্গেও ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।  হুগলি জেলার কিছু অংশ এবং বীরভূম ও বাঁকুড়াতে   বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে হাওয়া অফিস ।  সঙ্গে বইবে ঝোড়ো হাওয়া। প্রতি ঘণ্টায় ৬০ কিলোমিটার  ঝোড়ো হাওয়া বইতে পারে। অন্যদিকে আজ বুধবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং ও কালিম্পং-এ।

উল্লেখ্য, বঙ্গের মানুষ চাইছিলেন আরও কিছুদিন থাকুক ঠাণ্ডা। কিন্তু ফেব্রুয়ারির মাঝেই একেবারে উধাও হয়েছে শীত। কলকাতার তাপমাত্রা ছুঁয়েছে ৩০ ডিগ্রির বেশী। জেলাও কিন্তু পিছিয়ে নেই। হাওয়া অফিস জানিয়েছে আর শীত ফেরার একেবারেই সম্ভাবনা নেই।  ৩২ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বঙ্গের তাপমাত্রা ঘোরাফেরা করবে। আদ্রর্তা বৃদ্ধি পাবে।

You may also like