Home Weather আর কত দিন থেকে ঘন কুয়াশার সঙ্গে ঠাণ্ডার দাপট, জেনে নন আবহাওয়ার খবর

আর কত দিন থেকে ঘন কুয়াশার সঙ্গে ঠাণ্ডার দাপট, জেনে নন আবহাওয়ার খবর

by Shreya Maji
90 views

মহানগর ডেস্ক:  আকাশ মেঘলা, সঙ্গে জারি রয়েছে কুয়াশার দাপট। তাপমাত্রা যে খুব একটা বেড়ে গিয়েছে এমনটা কিন্তু একেবারেই নয়। আজ রবিবার ফের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ৭ জেলায় বৃষ্টি হতে পারে বলেই জানানো হয়েছে। আর কত দিন চলবে শীতের  জেনে নিন কি বলছে হাওয়া অফিস।

কলকাতা সহ দক্ষিণবঙ্গের ৭ জেলায় বৃষ্টি হতে পারে। বেলা বাড়লে কমবে কুয়াশার দাপট। আজ, রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২০.২ ডিগ্রি সেলসিয়াস যা স্বাবাভিকের  থেকে ৬ ডিগ্রি কম। সর্বনিম্ন ১৫.২ ডিগ্রি। কয়েকদিন এই তাপমাত্রা বজায় থাকবে। আগামী বুধবার থেকে আবহাওয়া বদলের সম্ভাবনা রয়েছে। ঘূর্ণাবর্তের প্রভাবে জলীয় বাষ্প  ঢুকছে হু হু করে যার জন্যই এই বৃষ্টি। এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস।

বাংলা ছাড়াও, উত্তর ভারত কাঁপছে ঠান্ডায়।  পঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তরপ্রদেশ, রাজস্থান, বিহার, ঝাড়খণ্ড, উত্তরবঙ্গ, সিকিম এবং মধ্যপ্রদেশে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ৬ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। কয়ক জায়গাতে বৃষ্টির হচ্ছে অল্প। আগামী ২৪ ঘণ্টায় হালকা বৃষ্টি হতে পারে ওড়িশা, ছত্তিশগড় এবং দক্ষিণ-পূর্ব মধ্যপ্রদেশের কিছু জায়গায় ।

You may also like