মহানগর ডেস্ক: এবারে শীত ঝড়ো ব্যটিং করেছে বঙ্গ জুড়ে। ধরিয়েছে কাঁপুনি। মাঘের মাঝামাঝি সময় হয়ে গেলেও সেইভাবে কিন্তু পারদ বাড়েনি। উল্টে শীতের দোসর হয়েছে বৃষ্টি। তবে এবার বদলাবে আবহাওয়া। এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। আজ থেকে দক্ষিণবঙ্গে হতে পারে বৃষ্টি এমনটাই পূর্বাভাস দেওয়া হয়েছে।
আগামী কয়েকদিন আকাশ মেঘলা থাকবে। বুধ ও বৃহস্পতিবার থেকে হালকা ও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরে উচ্চচাপ বলয় তৈরি হওয়ার কারণে রাজ্যে ঢুকবে প্রচুর জলীয় বাষ্প, তার জেরেই বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে। দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৩০ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত । মঙ্গলবার বৃষ্টি হবে পূর্ব বর্ধমান, নদিয়া, উত্তর ২৪ পরগনায়। ৩১ তারিখে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে দুই ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং অন্যান্য জেলায়। হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতেও । রাজ্যের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।
এই বৃষ্টির জন্য এবার তাপমাত্রার পারদ বাড়বে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। কলকাতার তাপমাত্রাও বেড়েছে বেশ কিছুটা ১৫ ডিগ্রির উপরে রয়েছে তাপমাত্রা। আগামী কয়েকদিনে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বৃদ্ধি পেতে পারে বলেই জানানো হয়েছে। এই অকাল বৃষ্টিতে আলু ও সবজি চাষের ক্ষতির আশঙ্কা রয়েছে। ধান, সর্ষে সহ শীতকালীন সবজির ক্ষতি হতে পারে এমনটাই মনে করা হচ্ছে। তাই স্বাভাবিক ভাবেই এই বৃষ্টি নিয়ে কৃষকদের কপালে চিন্তার ভাঁজ।