Home Weather আজ তুমুল ঝড়বৃষ্টির সম্ভাবনা, ৩০- ৪০ কিমি বেগে হাওয়ার সঙ্গে হতে পারে শিলাবৃষ্টি

আজ তুমুল ঝড়বৃষ্টির সম্ভাবনা, ৩০- ৪০ কিমি বেগে হাওয়ার সঙ্গে হতে পারে শিলাবৃষ্টি

by Shreya Maji
179 views

মহানগর ডেস্ক: মঙ্গলবার থেকেই বৃষ্টিতে ভিজছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা। তবে কলকাতায় সেই ভাবে বৃষ্টি হয়নি। উল্টে বেশ গরম ভাব রয়েছে । স্বাভাবিকের থেকে তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি বেশী রয়েছে। আর ঠাণ্ডার কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। আজ বৃহস্পতিবারও জেলাজুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আলিপুরের পক্ষ থেকে জানানো হয়েছে, বৃহস্পতিবার ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।  সেই সঙ্গে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে।  ৭ জেলায় শিলাবৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম বর্ধমান,পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলার কিছু অংশে । বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্পে প্রবেশের কারণে এই ঝড় বৃষ্টি বলেই জানানো হয়েছে। আগামী শুক্রবার থেকে এই আবহাওয়া বদল হবে। কমবে বৃষ্টির পরিমাণ। তবে উপকূলবর্তী এলাকাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে বলেই জানানো হয়েছে।

কলকাতার তাপমত্রা রয়েছে ৩০ ডিগ্রির উপর। আগামী ২৪ ঘণ্টায় ৩২ থেকে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকবে  সর্বোচ্চ তাপমাত্রা । সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে বলেই জানানো হয়েছে।

You may also like