মহানগর ডেস্ক: শনিবার কলকাতা সহ দুই বঙ্গেই বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। চলতি সপ্তাহের মাঝ থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টি হয়েছে। সঙ্গে ঝড়ও হয়েছে বেশ কয়েকটি জায়গাতে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। হাল্কা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং-সহ উত্তরবঙ্গের জেলাগুলিতেও। পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্তের জোড়া আক্রমণে এই আবহাওয়ার পরিবর্তন বলেই জানানো হয়েছে। একই সঙ্গে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে বলেও জানানো হয়েছে। পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে রবি ও সোমবার।
বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি বেশী হতে পারে রবিবারে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া এবং ঝাড়গ্রামে। এই কয়েকটা দিন আবহাওয়ার খুব একটা হেরফের হবে না। রাতের দিকের তাপমাত্রা কিছুটা কমই থাকবে। তবে বৃষ্টি কমলেই বাড়তে শুরু করবে তাপমাত্রা।