মহানগর ডেস্ক: সপ্তাহ শেষে আকাশের মেঘ ভার। শুক্রবার সন্ধ্যায় বৃষ্টিতে ভিজেছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। সন্ধ্যায় পর কলকাতায় নেমেছিল ঝমঝমিয়ে বৃষ্টি। আজও বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। ঝমঝমিয়ে বৃষ্টির সঙ্গে বইবে দমকা হাওয়া। এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস।
আলিপুর হাওয়া অফিস জানিয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী বুধবার পর্যন্ত সমস্ত জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেশ কয়েকদিন যেভাবে অস্বস্তিকর গরম ছিল তা থেকেই শুক্রবার সন্ধ্যায় মুক্তি মিলেছে কিছুটা। আবহাওয়া কিছুটা ঠাণ্ডা হয়েছে। হাওয়া অফিস জানিয়েছে আগামী কয়েকদন কলকাতার তাপমাত্রা ৩৩ ডিগ্রির আশেপাশেই থাকবে, খুব একটা হেরফের হবে না।
রবিবার দক্ষিণবঙ্গে কালবৈশাখীর সম্ভাবনাও রয়েছে বলেই সতর্ক করা হয়েছে। বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা আজ শনিবার, রবিবার ও মঙ্গলবার । বুধবার ২০ মার্চ নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকবে। ওড়িশা, কর্ণাটক এবং অসমে ঘূর্ণাবর্ত রয়েছে । আজ শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৮ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে যা ১ ডিগ্রি সেলসিয়াস বেশি।