HomeWeatherবৃষ্টিতে ভিজেছে কলকাতা থেকে জেলা, জেনে নিন সপ্তাহের শেষে কেমন থাকবে আবহাওয়া

বৃষ্টিতে ভিজেছে কলকাতা থেকে জেলা, জেনে নিন সপ্তাহের শেষে কেমন থাকবে আবহাওয়া

- Advertisement -

মহানগর ডেস্ক: অবশেষে বৃহস্পতিবার বৃষ্টিতে ভিজছে মহানগর কলকাতা। গোটা শহর জুড়েই হালকা থেকে মাঝারি বৃষ্টি  হয়েছে। কমেছে বেশ কিছুটা তাপমাত্রা। সেই সঙ্গেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায়  বৃষ্টি হয়েছে। শক্তিশালী ঘূর্ণাবত  তৈরি হচ্ছে বলেই জানিয়েছে হাওয়া অফিস । যার জেরেই এই বৃষ্টি। কতদিন চলবে এই বৃষ্টি। জেনে নিন কি বলছে হাওয়া অফিস।

আজ শুক্রবার এবং আগামীকাল শনিবার বৃষ্টি হবে।  শনিবার বাড়বে বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির সম্ভাবনা বেশী রয়েছে উপকূলের জেলাগুলিতে । শনিবারেও কলকাতায় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। বৃষ্টির  কারণে আজ শুক্রবার কিছুটা কমবে রাতের ও দিনের তাপমাত্রা । তবে খুব বেশী কমবে না। হাওয়া অফিস জানিয়েছে,  উত্তর-পূর্ব অসমে ঘূর্ণাবর্ত সৃষ্টি হচ্ছে। আবার উত্তর বাংলাদেশেও তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। অপরদিকে, উত্তর-পূর্ব ভারতের দিকে ক্রমশ এগিয়ে আসছে পশ্চিমী ঝঞ্ঝা, আবার আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা শনিবার উত্তর পশ্চিম ভারতে প্রবেশ করতে পারে । সব মিলিয়ে এই বৃষ্টি হচ্ছে। দক্ষিণবঙ্গের আকাশ আপাতত দু দিন মেঘলা থাকবে।

কলকাতার তাপমাত্রা ৩০ থেকে ৩১ ডিগ্রির কাছাকাছি থাকবে আগামী কয়েকদিন। পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমানে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে ২৫ ও ২৬ তারিখ ।পশ্চিমে জেলাগুলির দু-এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে ২৭ তারিখে । উত্তরবঙ্গেও হালকা বৃষ্টি হতে পারে।  সব মিলিয়ে এই সপ্তাহে খুব বেশী গরম না পড়লেও আকাশ কেটে গেলে এবার গরম বৃদ্ধি পাবে বলেই জানানো হয়েছে।

Most Popular