HomeWeatherআজ থেকে দক্ষিণবঙ্গে বদলাবে আবহাওয়া, ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গে

আজ থেকে দক্ষিণবঙ্গে বদলাবে আবহাওয়া, ভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গে

- Advertisement -

কলকাতা: গত সপ্তাহ থেকে টানা বৃষ্টিতে কার্যত শোচনীয় অবস্থা বাংলার। বিশেষ করে উত্তরবঙ্গের অবস্থা ভয়াবহ। পাহাড়ি নদী তিস্তার রোষে ভাসছে উত্তরবঙ্গ। সঙ্গে হড়পা বানে সিকিমের অবস্থা খারাপ। দক্ষিণবঙ্গেও একাধিক জেলা প্লাবিত। কবে এই পরিস্থিতি বদলাবে এই প্রশ্নই সকলের মনে। আবহাওয়া দফতর জানাচ্ছে আজ শুক্রবার থেকে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে। উন্নতি হবে আবহাওয়ার। তবে উত্তরবঙ্গে আজ ভারি বৃষ্টি হবে।

আজ কলকাতার আকাশ আংশিক মেঘলা থাকবে। কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। সেই সঙ্গেই বাড়বে কিছুটা তাপমাত্রা। বঙ্গে যে নিম্নচাপের কারণে এত বৃষ্টি হচ্ছিল সেই নিম্নচাপ বাংলাদেশের দিকে সরতে শুরু করেছে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।  আজ থেকে উঠবে রোদ। সামনেই পুজো, হাতে মাত্র ২ সপ্তাহ। আকাশের অবস্থা দেখে প্রবল দুশ্চিন্তায় ছিল বাঙালি। সেই মেঘই কাটছে।

আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি  বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮৪ থেকে ৯৫ শতাংশ। বৃষ্টি হয়েছে ০.৮ মিলিমিটার। নিম্নচাপ সরে গেলে আর বৃষ্টি আপাতত হচ্ছে। এতেই স্বস্তি মিলবে প্লাবিত জেলাগুলিতে।

Most Popular