কলকাতা: সমস্ত বাধা কাটিয়ে এবার নামবে তাপমাত্রা। সুখবর শোনাল হাওয়া অফিস। কালিপুজোর আগেই পরবে শীত। দুর্গাপুজোর পর জেলাজুড়ে বেশ ঠান্ডা অনুভূত হলেও মাঝে একেবারেই উবে গিয়েছিল শীত। এমনকি গত সপ্তাহে ছিটেফোঁটা বৃষ্টিতে ভিজেছিল কলকাতা সহ বেশ কয়েকটি জেলা। পশ্চিমী ঝঞ্ঝার কারণেই হয়েছিল এই আবহাওয়ার পরিবর্তন।
এখন আর কোনও বৃষ্টির পূর্বাভাস নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। ধীরে ধীরে কমবে তাপমাত্রা। আপাতত রাজ্যের আবহাওয়া শুষ্কই থাকবে। আগামী রবিবার পর্যন্ত রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনাই নেই। আপাতত জাঁকিয়ে ঠান্ডার অপেক্ষাতেই রয়েছে গোটা বঙ্গবাসী। কলকাতায় ২১ ডিগ্রিতে আর পশ্চিমের জেলাগুলিতে ১৮-১৯ ডিগ্রিতে নামতে পারে তাপমাত্রা। বেশিরভাগ জেলাতেই আকাশ পরিষ্কার থাকবে।
হাওয়া অফিস জানিয়েছে কলকাতা ও সংলগ্ন এলাকায় আগামী তিন দিনের মধ্যে তাপমাত্রা নেমে যাবে ২০ থেকে ২১ ডিগ্রির কাছে। শীতের আমেজ বেশি অনুভূত হবে পশ্চিমের জেলাগুলিতে। এর পর রাজ্য জুড়েই ধীরে ধীরে তাপমাত্রা কমবে।