HomeWeatherফের পারদ পতন, আবারও কি জাঁকিয়ে শীত, জানুন আবহাওয়ার তথ্য

ফের পারদ পতন, আবারও কি জাঁকিয়ে শীত, জানুন আবহাওয়ার তথ্য

- Advertisement -

মহানগর ডেস্ক: মেঘ কাটতেই ফের কমল তাপমাত্রা। কলকাতাতে এক ধাক্কায় তাপমাত্রা কমেছে ২ ডিগ্রি। আবারও সেই কনকনে ঠাণ্ডার অনুভূতি। কতদিন থাকবে এই ঠাণ্ডার আমেজ জেনে নিন কি বলছে হাওয়া অফিস।

আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে যে আপাতত দক্ষিণবঙ্গে আর বৃষ্টির সম্ভাবনা নেই। আকাশে থাকবে না মেঘ। শুষ্ক থাকবে আবহাওয়া। ঢুকবে উত্তরে হাওয়া। যার জেরেই ফের কমবে তাওমাত্রা, বেশ কয়েকদিন এই মনোরম আবহাওয়া বজায় থাকবে। আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার পরেই কলকাতার তাপমাত্রা নেমেছে ১৪ ডিগ্রিতে। আলিপুর হাওয়া অফিস এটাও জানিয়েছে যে রাতের দিকে তাপমাত্রা আরও ২ থেকে ৩ ডিগ্রি কমে যাবে।

 আগামী ৪৮ ঘণ্টায় দার্জিলিংয়ের উচু  এলাকায় হালকা তুষারপাতের সামান্য সম্ভাবনা রয়েছে। দার্জিলিং ও কালিম্পংয়ে  হালকা বৃষ্টি হবে, উত্তরবঙ্গের কয়েকটি জেলাতে কুয়াশার দাপট কিছুটা থাকবে। অর্থাৎ আরও বেশকিছুদিন শীত উপভোগ করতে পারবে বঙ্গবাসী।

Most Popular