মহানগর ডেস্ক: আলিপুরের পূর্বাভাস মতই সোমবার বৃষ্টিতে ভিজেছে দক্ষিণবঙ্গ। কলকাতাতেও হয়েছে হালকা বৃষ্টি। আজ মঙ্গলবার কেমন থাকবে আবহাওয়া? জেনে নিন কি বলছে হাওয়া অফিস।
শীতের বিদায়ের পর দক্ষিণবঙ্গ জুড়ে বেশ মনোরম আবহাওয়া বিরাজ করছে। দিনের বেলায় একটু অস্বস্তিকর গরম থাকলেও রাতের বেলায় ও ভোরের দিকে ঠাণ্ডা রয়েছে অল্প। বলতে গেলে এখন বসন্তে মনোরম আবহাওয়া। তীক্ষ্ণ গরমের ঝাজ আর নেই। আগামী শুক্রবার পর্যন্ত আবহাওয়া এমনটাই থাকবে বলেই জানাচ্ছে হাওয়া অফিস। খুব একটা গরম এই কয়েকদিনে পড়বে না।
আপাতত আজ থেকে দুই বঙ্গে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। মূলত শুষ্ক আবহাওই থাকবে। বেলা বাড়লে গরম বাড়বে। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৩.৭ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বেশি। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা ৩১ ডিগ্রির মধ্যে থাকবে।