কলকাতা: পুজো শেষ হতেই বাংলা জুড়ে বেশ ঠান্ডার আমেজ। আকাশ কিছুটা মেঘলা থাকলেও কোনও কোনও জেলায় আবার তাপমাত্রা নেমেছে ২০ ডিগ্রির নীচে। দিনের বেলায় রোদ থাকলেও কড়া গরমটা আর নেই বললেই চলে। কবে থেকে থেকে জাঁকিয়ে পড়বে শীত জেনে নিন কি বলছে আবহাওয়া দফতর।
সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত জেলাজুড়ে শীতের আমজে। পশ্চিমের জেলাগুলিরর তাপমাত্রা নেমেছে ২০ ডিগ্রির নিচে। ভোরের দিকে বন্ধ করতে হচ্ছে ফ্যান। কলকাতার তাপমাত্রাঅ কমেছে বেশ অনেকটা। অস্বস্তি ভাবটা আর নেই। তবে নভেম্বরের সুরুতে কিছুটা তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে।
জেলায় আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। নভেম্বরের প্রথম তিন-চার দিনে ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে তবে চিন্তার কোনও কারণ নেই। তারপর থেকেই আবারও কমবে তাপমাত্রা। এখন জাঁকিয়ে ঠান্ডার অপেক্ষায় বঙ্গবাসী।