Home Weather ফিরছে কনকনে ঠাণ্ডা, পৌষ সংক্রান্তির আগেই একধাক্কায় অনেকটা নামবে পারদ

ফিরছে কনকনে ঠাণ্ডা, পৌষ সংক্রান্তির আগেই একধাক্কায় অনেকটা নামবে পারদ

কতদিন এই শীত বজায় থাকবে জেনে নিন। 

by Shreya Maji
26 views

কলকাতা:  মাঝে বেশ কয়েকটা দিন উধাও হয়ে গিয়েছিল শীত। যদিও আবহাওয়া দফতর জানিয়েছিল পৌষ সংক্রান্তির আগে ফিরবে ঠাণ্ডা। রাজ্যের বেশ কয়েকটা জেলায় কমে গিয়েছে পারদ। তাপমাত্রা নেমেছে ১৫ ডিগ্রিতে। কলকাতায় ৩ ডিগ্রি তাপমাত্রা কমল এক রাতেই ।  কতদিন এই শীত বজায় থাকবে জেনে নিন।

আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী কয়েকদিনে ৪ ডিগ্রি নামবে তাপমাত্রা। ঠাণ্ডা নিয়ে ৫ জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়ার একটি বা দুটি জায়গায় বেশী ঠাণ্ডা পড়বে বলেই জানানো হয়েছে। উত্তুরে হাওয়া প্রবেশের কারণে এই তাপমাত্রা পতন। বঙ্গবাসী আগামী কয়েকদই এই আমজেটাই পাবে।

শীতের সঙ্গে সঙ্গে রয়েছে ঘন কুয়াশার দাপট। মালদা, উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে। ঘন কুয়াশা থাকবে মুর্শিদাবাদ, বীরভূম, নদীয়া  এই জেলাগুলিতে ঘন কুয়াশা থাকবে বলেই জানানো হয়েছে। কলকাতার তাপমাত্রা নেমেছে ১৪ ডিগ্রিতে। পশ্চিমের জেলাগুলিতে শীতের প্রভাব বেশি হবে। তাপমাত্রা নেমে যেতে পারে ১০ ডিগ্রি বা তার নীচে নামতে পারে । আগামী বুধবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে। তাপমাত্রা কিছুটা বাড়তে শুরু করবে।

You may also like