Home Weather Weather Update: উত্তরে চলবে ভারি থেকে অতি ভারী বৃষ্টি, দক্ষিণে কি দেখা মিলবে ঝড়-বৃষ্টির?

Weather Update: উত্তরে চলবে ভারি থেকে অতি ভারী বৃষ্টি, দক্ষিণে কি দেখা মিলবে ঝড়-বৃষ্টির?

অন্যদিকে, আজই কেরলে প্রবেশ করতে পারে বর্ষা

by Sulekha
65 views

মহানগর ডেস্ক: ঘূর্ণিঝড়ের প্রভাব কাটতে না কাটতেই ফের দক্ষিণবঙ্গে গরমের দাপট! শুধু তাপমাত্রাই বাড়ছে নয়, পাশাপাশি দক্ষিণে অস্বস্তিকর আবহাওয়া। যদিওবা উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাষ দিয়েছে হাওয়া অফিস। তাহলে কি দক্ষিনবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে? কি বলছে হাওয়া অফিস?

আবহাওয়া দফতর জানিয়েছে, এবার উত্তের পাশাপাশি দক্ষিণবঙ্গেও সপ্তাহের শেষে ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। চলতি সপ্তাহের শনিবার থেকে শুরু হবে ঝড়-বৃষ্টি। যা চলতে পারে টানা ৩ থেকে ৪ দিন। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো বাতাসও বইতে পারে।

আরও পড়ুন: পুরীতে জগন্নাথের চন্দন যাত্রা উৎসবের সময় আতশবাজি বিস্ফোরণে মৃত ১, আহত ২৩ 

অন্যদিকে, বৃহস্পতিবার বা শুক্রবারের মধ্যে ভারতের মূল ভূখণ্ড কেরলে পৌঁছে যাবে মৌসুমী বায়ু। পরিস্থিতি অনুকূল রয়েছে ২৪ ঘণ্টার মধ্যে কেরলে মৌসুমী বায়ু পৌঁছে যাওয়ার। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর জন্য এখন অনুকূল পরিস্থিতি। আগামী দু-এক দিনে দক্ষিণ আরব সাগর মলদ্বীপ এবং কোমোরিনের সম্পূর্ণ এলাকায় ঢুকে যাবে মৌসুমী বায়ু।

এদিকে, কলকাতায় রাতের তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াস ছাড়াল। কলকাতায় আজ, বৃহস্পতিবার আংশিক মেঘলা আকাশ। বাতাসে প্রচুর জলীয় বাষ্প থাকায় বেলা যত বাড়বে গরম এবং অস্বস্তি চরমে পৌঁছবে। দিন ও রাতে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। বিকেল বা সন্ধ্যায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির খুব সামান্য সম্ভাবনা রয়েছে।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved