মহানগর ডেস্ক: বছরের দ্বিতীয় দিনে কলকাতা-সহ গোটা রাজ্যে পারদের পতন হল। কলকাতা-সহ বিভিন্ন জেলায় এক থেকে দুই ডিগ্রি নেমছে তাপমাত্রা । ৫ জেলায় বৃষ্টির সম্ভাবনা আগামী বৃহস্পতি থেকে শনিবার পর্যন্ত। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়াচ্ছে আরব সাগরে।
আগামী ২৪ ঘন্টায় সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে দক্ষিণ পূর্ব আরব সাগরের নিম্নচাপ। অভিমুখ উত্তর দিক। তার ফলে রাজ্যে ঢুকবে প্রচুর জলীয় বাষ্প। বাংলাদেশ উপকূলের ঘূর্ণাবর্ত শক্তি হারালেও উত্তরপ্রদেশের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। জানুয়ারির শুরুতেই হাজারও বাধা সত্ত্বেও তাপমাত্রার পারদ কিছুটা নেমেছে। এক থেকে দুই ডিগ্রি নামল তাপমাত্রা কলকাতা-সহ বিভিন্ন জেলায়। হালকা শীতের আমেজ বজায় থাকবে সকালে ও সন্ধ্যায়। তবে শীতের আমেজ কমবে দিনের বেলায়।
অবশ্য বৃহস্পতিবার থেকে সম্ভাবনা রয়েছে আবহাওয়া বদলের। ফের তাপমাত্রা বাড়বে। বৃষ্টির সম্ভাবনাও রয়েছে নতুন বছরের প্রথম সপ্তাহেই। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং ঝাড়গ্রাম ভিজতে পারে। ঘন কুয়াশার দাপট বজায় থাকবে। খুব সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা। কোথাও কোথাও দাপটও থাকতে পারে ঘন কুয়াশার।হালকা বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গের পার্বত্য এলাকায়। হালকা তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে সান্দাকফু-সহ দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায়।