Home Weather বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি নিয়ে বড় আপডেট দিল হাওয়া অফিস

বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি নিয়ে বড় আপডেট দিল হাওয়া অফিস

by Shreya Maji
127 views

মহানগর ডেস্ক:  বলেতে গেলে একেবারেই বিদায় নিয়েছে শীত বেড়েছে  রোদের তেজ। চালাতে হচ্ছে ফ্যান। গত সপ্তাহে বৃষ্টি হলেও  চলতি সপ্তাহে  বৃষ্টি হয়নি। আবার কবে বৃষ্টি নাকি এবার হু হু করে বাড়বে গরম। জেনে নিন কি বলছে হাওয়া অফিস।

বুদবার একেবারে আকাশ পরিষ্কার। আবহাওয়া শুষ্কই রয়েছে। এই মুহূর্তে বঙ্গে  বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। রাজ্যে পারদ এখন উর্ধমুখী থাকবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে সপ্তাহ শেষে আবারও বদলে যাবে আবহাওয়া। রাজ্যজুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সপ্তাহন্তে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বলেই  খবর রয়েছে। সেই সঙ্গেই উত্তরবঙ্গের পার্বত্য অঞ্চলে তুষারপাত হতে পারে বলেই জানানো হয়েছে।  হাওয়া অফিস জানিয়েছে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প প্রবেশ করছে বঙ্গে। যার কারণেই বৃষ্টি হবে বলে জানানো হয়েছে।

শনিবার পর্যন্ত আবহাওয়া শুষ্ক থাকবে। রবিবার থেকেই বদলে যাবে আবহাওয়া। রবি ও সোমবার উপকুল সংলগ্ন জেলাতে বৃষ্টি বেশী হবে হলেই জানানো হয়েছে। উত্তরের দার্জিলিং এবং কালিম্পং জেলাতে বেশী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চলতি সপ্তাহে তাপমাত্রা ৩০ থেকে ৩২ ডিগ্রির মধ্যে থাকবে তাপমাত্রা।

You may also like