মহানগর ডেস্ক: সকলের এক্টাই কথা ছিল সরস্বতী পুজোতেও কি হবে বৃষ্টি? আনন্দ মাটি হবে? সেই আশঙ্কাই সত্যি হল। আলিপুর আবহাওয়া দফর জানিয়েছে বুধবাররে আবহাওয়া খারাপ থাকবে। একাধিক জেলাতে হবে বজ্র-বিদ্যুৎ সহ বৃষ্টি। মঙ্গলবার থেকেই বদলে যাবে আবহাওয়া।
আবহাওয়া দফতর জানিয়েছে, ভ্যালেন্টাইন্স ডে র দিন বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের আট জেলায়। বৃহস্পতিবারেও হালকা বৃষ্টি হবে। আগামীকাল মঙ্গলবার পুরুলিয়া, পশ্চিম বর্ধমান ও বাঁকুড়া জেলায় হালকা বৃষ্টি হতে পারে। আজ থেকেই শীতের আমেজ কমবে বলেই জানানো হয়েছে। বাড়বে দক্ষিণের হাওয়া। তাপমাত্রা বেশ কিছুটা বাড়বে। জেলাজুড়ে কোথাও কোথাও আংশিক মেঘলা আকাশ থাকবে। কলকাতার তাপমাত্রা থাকবে ১৮ থেকে ২০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ।
তবে বৃষ্টি কমে গেলে সপ্তাহ শেষে খুব ঠাণ্ডা না থাকলেও বজায় থাকবে শীতের আমেজ। এর পর থেকে কলকাতাতেও বাড়বে তাপমাত্রা। নতুন করে আর কমবে তা পারদ। আক কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৭.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২ ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৩৭ থেকে ৯০ শতাংশ।