মহানগর ডেস্ক: ফেব্রুয়ারির মাঝে একেবারেই উধাও শীত। আর ঠাণ্ডা ফেরার কোনও সম্ভাবনা নেই বলেই জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। রীতিমত তাপমাত্রা হু হু করে বৃদ্ধি পাচ্ছে। শুধু কলকাতা নয় জেলা জুড়েও চড়ছে পারদ। তবে এর মধ্যেই চলতি সপ্তাহে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির কথা জানাচ্ছে হাওয়া অফিস। বইবে ঝোড়ো হওয়াও।
আলিপুর আবহাওয়া দফতর জানয়েছে, বৃহস্পতিবার দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের সব জেলাতেই । কলকাতাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া ও পূর্ব ও পশ্চিম বর্ধমানে । ঝোড়ো হাওয়া বইবে। ঘণ্টায় সর্বোচ্চ ৫০ কিলোমিটার ঝোড়ো হওয়া বইতে পারে বলে অনুমান আবহাওয়াবিদদের। জেলাগুলিতে ২১ ফেব্রুয়ারি থেকে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।
দক্ষিণবঙ্গের পাশাপাশি বৃষ্টি হবে উত্তরবঙ্গেও। বুধবার থেকে দার্জিলিংস কালিম্পং-সহ পার্বত্য এলাকায় বৃষ্টি বাড়বে । জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা মাঝারি বৃষ্টি হবে। উত্তরবঙ্গের সব জেলাতে বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে । তবে যাই হোক কলকাতা সহ বঙ্গের কয়েকটি জেলায় পারদ ছুঁয়েছে ৩০ ডিগ্রি। দুপুরের দিকে বাইরে বেরালে লাগছে চিরচিরে গরমও। দিনে দিনে বাড়ছে আপেক্ষিক আদ্রতা। বাড়ছে অস্বস্তিও।