HomeWeatherবৃহস্পতিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস বঙ্গে, বন্যা পরিস্থিতি একাধিক...

বৃহস্পতিবার পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস বঙ্গে, বন্যা পরিস্থিতি একাধিক জেলায়

- Advertisement -

কলকাতা: নিম্নচাপের জেরে নাজেহাল অবস্থা বঙ্গবাসীর। টানা বৃষ্টিতে ভাসছে বাংলা। একটানা বৃষ্টি আর সেই সঙ্গে জল ছেড়েছে ডিভিসি। যার জেরেই একাধিক জেলাতে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সতর্ক করা হয়েছে জেলাশাসকদের। কবে নিস্তার মিলবে এই প্রশ্নই সবার মনে। তবে এখনই মিলছে না স্বস্তি। আবহাওয়া দফতর আজ বুধবার এবং আগামীকাল বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে বর্তমানে নিম্নচাপটি অবিস্থান করছে ঝাড়খণ্ড ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন এলাকায় । এর জেরেই বঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে বলেই জানানো হয়েছে। কেবল দক্ষিণবঙ্গে নয়  উত্তরবঙ্গেও ভারি থেকে অতি ভারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। শনিবার থেকে বদলাবে আবহাওয়া। উপকূলের জেলাগুলিতেও ভারি বৃষ্টির হবে বলেই জানানো হয়েছে।

 আজ অতি ভারী বৃষ্টি হতে পারে  মুর্শিদাবাদ, নদিয়া এবং বীরভূমে । ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর ও পূর্ব বর্ধমানে। আগামীকাল বৃহস্পতিবার অতি ভারী বর্ষণ হতে পারে উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমানে। আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা ও দুই দিনাজপুরে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। উত্তরে বৃষ্টি কমবে শুক্রবারের পরে।  টানা বৃষ্টির জেরে কমেছে তাপমাত্রাও। অস্বস্তিকর গরম আর নেই। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ১ ডিগ্রি কম।  মঙ্গলবার বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ৪ ডিগ্রি কম। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ রয়েছে ৮৮ থেকে ৯৮ শতাংশ। বৃষ্টি হয়েছে ৬১.৩ মিলিমিটার।

Most Popular