কলকাতা: দুর্গাপুজোর পর বঙ্গজুড়ে শীতের আমজে মন ভরিয়েছিল সকলের । কিন্তু বেশ কয়েকদিন ধরে কিছুটা বেড়েছে তাপমাত্রা। সেই সঙ্গেই দেওয়া হয়েছে বৃষ্টির পূর্বাভাস। এতদিন গরমের পর শীতের অপেক্ষায় অধীর আগ্রহে অপেক্ষা করে রয়েছে গোটা রাজ্যের মানুষ। হবে আসবে শীত কালীপুজোর আগে কি ফিরবে ঠাণ্ডা। জেনে নিন কি বলছে হাওয়া অফিস।
আজ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পশ্চিমী ঝঞ্ঝার জেরে খুব হালকা বৃষ্টি হবে। ভারি বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। তবে বৃষ্টির জন্য আকাশ মেঘলা থাকবে বলেই জানানো হয়েছে। সেই সঙ্গেই তাপমাত্রা বাড়বে বেশ কিছুটা। শুক্রবারেও হালকা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। গত কয়েকদিনে কলকাতার তাপমাত্রা ছিল স্বাভাবিকের থেকে বেশি। বৃহস্পতি ও শুক্রবার হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং কালিম্পং জেলায়।
তবে আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে বেশ কয়েকটা দিন এই রকম অস্বস্তিকর গরম থাকবে। আবহাওয়া তেমন পরিবর্তন হবে না। তবে কালীপুজোর আগে আবার বঙ্গে ঠাণ্ডা ফিরবে। তাই শীতের আজেম উপভোগ করতে হলে অপেক্ষা করতে হবে আর বেশ কয়েকটা দিন।