মহানগর ডেস্ক: আজ থেকে বিদলে যাচ্ছে রাজ্যের আবহাওয়া। পশ্চিমী ঝঞ্ঝার কারণে বঙ্গে জুড়ে আজ থেকে হবে বৃষ্টি। এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। সকাল থেকেই আকাশের মুখ ভার। একেবারেই রোদ নেই। সোমবার থেকেই সূর্যের দেখা মেলেনি বহু জায়গায়। হাড় কাঁপানো ঠাণ্ডার সঙ্গেই এবার দোসর হতে চলেছে বৃষ্টি। শুধু বৃষ্টি নয় ভারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।
বৃষ্টির জন্য বাড়বে তাপমাত্রা। আজ মঙ্গলবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে । বুধবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি ও নদিয়াতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে । দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বৃহস্পতিবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই । অর্থাৎ আজ থকে টানা ৩ দিন বঙ্গ জুড়ে হবে বৃষ্টি। হালকা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং জেলাতেও দারজিলিং এবং সিকিমে তুষারপাতের সম্ভাবনা রয়েছে।
তাপমাত্রা ২-৩ ডিগ্রি বৃদ্ধি পেতে তাপমাত্রা। কলকাতার তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াসে যেতে পারে। কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। এরপর আর আর জাঁকিয়ে ঠাণ্ডা পরার সম্ভাবনা নেই। থাকছে কুয়াশার দাপট। দক্ষিণবঙ্গের উপকূল ও সংলগ্ন জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি রয়েছে।