কলকাতা: বৃহস্পতিবারে ভ্যপসা গরমে নাজেহাল হয়েছে বঙ্গবাসী। সারাদিনই অস্বস্তিকর গরম ছিল। তবে আর চিন্তা নেই আজ থেকেই বদলাবে আবহাওয়া। বঙ্গোপসারে নিম্নচাপের জেরে তাপমাত্রা কমবে কিছুটা। দক্ষিণবঙ্গে ভারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বেশি বৃষ্টির আশঙ্কা রয়েছে উপকূলে।
আবহাওয়া দফতর জানিয়েছে আজ শুক্রবার বিক্ষিপ্ত বৃষ্টি হলেও শনিবার থেকে মেঘলা আকাশ বেশি থাকবে ও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বৃষ্টির দাপট বাড়বে আগামিকাল থেকে। শনি থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে চলবে বৃষ্টি। শনিবার থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়্গ্রাম, দুই মেদিনীপুরে।
এই ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে মায়ানমার উপকূলে বঙ্গোপসাগরে। আজ তা আরও শক্তি সঞ্চয় করে নিম্নচাপে পরিণত হবে। যা উত্তর-পশ্চিম অভিমুখে পশ্চিমবঙ্গ-ওড়িশা উপকূলের দিকে আসবে। যে কারণে ভারী বৃষ্টি হবে বাংলা ও ওডিশাতে। উত্তরবঙ্গে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী রবিবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়তে পারে ।