মহানগর ডেস্ক: বিদায় বেলায় একেবারে ঝড়ো ব্যাটিং শুরু করেছে শীত। নতুন করে কাঁপছে কলকাতা থেকে জেলা। এক ধাক্কায় অনেকেটাই নেমে গিয়েছে পারদ। জেলাগুলিতে তো কথাই নেই। উত্তরবঙ্গে তৈরি হয়েছে শৈত্য প্রবাহের মত পরিস্থিতি। তবে এর মধ্যেই ৩ জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে সরস্বতী পুজোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী দুদিন তাপমাত্রার পরিবর্তন হবে না তবে বুধবার পুরুলিয়া, বাঁকুড়া ও পশ্চিম বর্ধমানে কিছুটা বৃষ্টি হতে পারে। বাকি সমস্ত জেলা শুষ্ক থাকবে। অন্য কোথাও তেমন বৃষ্টি হবে না। কিছুদিন পর থেকেই আবারও বাড়তে শুরু করবে তাপমাত্রা। তবে যাই হোক আপাতত কয়েকদিন বেশ ঠাণ্ডার আমেজ থাকবে। উত্তরবঙ্গের পাশাপাশি শৈত্যপ্রবাহের পরিস্থিতি থাকবে পুরুলিয়ায় বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূমে । এই ৬ জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছ। আকাশ পরিষ্কার আকাশ থাকবে। তাপমাত্রা বাড়তে শুরু করবে ১২ তারিখ থেকে ।
কলকাতার তাপমাত্রা রয়েছে ১৫ ডিগ্রির নীচে। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। জেলাতে তাপমাত্রা নেমেছে প্রায় ১০ ডিগ্রির কাছে। আপাতত দুদিন ঠাণ্ডার আমেজ উপভোগ করছে গোটা বাংলার মানুষ। আজ কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস থাকবে যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম।