Home Weather শীতের আমেজ জেলাগুলিতে, জেনে নিন কবে থেকে পরবে ঠাণ্ডা

শীতের আমেজ জেলাগুলিতে, জেনে নিন কবে থেকে পরবে ঠাণ্ডা

by Shreya Maji
5 views

মহানগর ডেস্ক: বর্ষা বিদায় নিয়েছে জেলায় জেলায় বেশ ঠাণ্ডার আমেজ। পুজোর শেষ দুই দিনে যদিও নিম্নচাপের চোখ রাঙানি ছিল। নবমীর দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টি হয়েছিল অল্প। আকাশ মেঘলা থাকায় তাপমাত্রা বেড়েছিল কিছুটা। বাংলায় তেমন প্রভাব ফেলেনি ঘূর্ণিঝড় হামুন। বাংলাদেশ উপকূলে আছড়ে পড়েছে। নিম্নচাপের রেশ কাটতেই ফের জেলায় জেলায় ফিরেছে শীতের আমেজ। কবে থেকে বঙ্গে পড়বে শীত। জেনে নিন কি জানাচ্ছে হাওয়া অফিস।

আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে আগামী ৩ থেকে ৪ দিনের মধ্যে বিংয়ের তাপমাত্রা বেশ অনেকটা কমবে। ২০ডিগ্রির কাছাকাছি নামতে পারে তাপমাত্রা। কলকাতায় বেশ কিছুটা গরম হলেও জেলাগুলিতে সন্ধ্যার পর ও ভোরের দিকে বেশ ঠাণ্ডা আমেজ। ফ্যান চালালেও গায়ে দিতে হচ্ছে কাঁথা। চলতি বছরে যে হারে গরম পড়েছিল তাতে নাজেহাল অবস্থা হয়েছিল সাধারণ মানুষের। সেই গরমের তুলনায় এবারের ঠাণ্ডা কতটা পরে সেটাই এখন দেখার অপেক্ষা।

You may also like