মহানগর ডেস্ক: কয়েকদিন ধরেই ভ্যাপসা গরম বিরাজ করছিল। দিনের বেলায় অস্বতিকর গরম ছিল । সেই পচা গরম থেকেই মিলবে মুক্তি। আজ থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। রবিবার পর্যন্ত চলবে বৃষ্টি।
জেলাজুড়ে বজ্রবিদ্যুত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস। জানিয়েছে, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর,ঝাড়গ্রামে আজ বুধবার হালকা বৃষ্টি হতে পারে। বৃহস্পতিবার বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে এর পাশাপাশি বৃষ্টি হতে পারে কলকাতা,হাওড়া,হুগলি,ঝাড়গ্রাম,বাঁকুড়া,পূর্ব বর্ধমানে । হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে শুক্রবার বৃষ্টি হতে পারে। ।
হাওয়া অফিস জানিয়েছে, বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে । পূবালী হাওয়া ও পশ্চিমী ঝঞ্ঝার কারণেই রাজ্যে এই আবহাওয়া বদল হচ্ছে। রাজ্যে প্রচুর জলীয় বাষ্প ঢুকবে বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তের প্রভাবে । দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শনি ও রবিবার ফের বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে ।