মহানগর ডেস্ক: বৃষ্টির গেরো যেন পিছু ছাড়ছে না। একেবারেই উধাও হয়েছে শীত। সেই হাড়কাঁপানো ঠাণ্ডা আর নেই। শীতের মধ্যে বৃষ্টি স্বস্তির মধ্যে অস্বস্তি বৃদ্ধি করেছে। টানা তিন দিন ধরে জেলা জুড়ে চলছে হালকা থেকে মাঝারি বৃষ্টি। মেঘলা আকাশের কারণে তাপমাত্রা বেশি থাকবে।
হাওয়া অফিস জানিয়েছে, আজ শুক্রবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই । বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলী কলকাতা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম নদিয়া, মুর্শিদাবাদে। রাতের দিকেও তাপমাত্রা খুব একটা কমবে না বলেই জানানো হয়েছে। শনিবার থেকে তাপমাত্রা কিছুটা বদল হতে পারে। বৃষ্টি কমতে পারে। একই সঙ্গে বাংলাদেশ সংলগ্ন জেলা এবং উপকূল সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা রয়েছে পূর্ব ও দক্ষিণের জেলাতে । উত্তরবঙ্গের কয়েকটী জেলাতেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে মালদা, দুই দিনাজপুর, কালিম্পং-তে। উত্তরে রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে।
তবে আবহাওয়া দফতর জানিয়েছে আকাশ পরিষ্কার হয়ে গেলে আর নতুন করে জাঁকিয়ে ঠাণ্ডা পরার সম্ভাবনা নেই। তবে শীতের আমেজ বেশকিছুদিন বজায় থাকবে। কিন্তু বার বার এই বৃষ্টিতে মাথায় হাত পড়েছে কৃষকদের। বৃষ্টিতে ফসল নষ্টের সম্ভাবনা রয়েছে। ধান, আলু সহ কাঁচা সবজি নষ্টের আশঙ্কা রয়েছে প্রবল। নষ্ট হলে বাজারও আগুন হয়ে যাবে।