Home Weather জেলাজুড়ে শীতের আমজে, আগামী ৩-৪ দিনে ২০ ডিগ্রির নিচে নামতে পারে তাপমাত্রা

জেলাজুড়ে শীতের আমজে, আগামী ৩-৪ দিনে ২০ ডিগ্রির নিচে নামতে পারে তাপমাত্রা

by Shreya Maji
1 views

কলকাতা: পুজোর সময়েই বেশ ঠান্ডা ছিল আবহাওয়া, ঘুরতে খুব একটা কষ্ট হয়েছে এমনটা নয়। তবে শেষ দুদিনে বাধ সেধেছিল আবহাওয়া। নিম্নচাপের কারণে তাপমাত্রা বেড়েছিল কিছুটা। তবে পারদ এবার কমতে শুরু করেছে। ভোরের দিকে ফ্যান কমিয়ে গায়ে দিতে হচ্ছে ঢাকা। কবে আসছে শীত এই প্রশ্নই এখন সকলের মধ্যে। আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে আগামী ৩-৪ দিনে পশ্চিমের জেলাগুলির তাপমাত্রা ২০ ডিগ্রি নিচে নামতে পারে।

পশ্চিমী ঝঞ্ঝা কাটিইয়ে এবার উত্তুরে হাওয়া প্রবেশ করবে বঙ্গে। আপাতর বঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই। শীতের আমেজই বাড়বে ধীরে ধীরে। পরছে শিশির সেটাই জানান দিচ্ছে শীত আসতে আর বেশি দেরি নেই। দিনের তাপমাত্রার সঙ্গে সঙ্গেই রাতের তাপমাত্রাও ২ থেকে ৩ ডিগ্রি কমে যাবে। আবহাওয়া নরম হবে কলকাতারও। সেই তীব্র গরম আর থাকবে না।

শনিবার কোজাগরী লক্ষ্মী পুজো। ওই দিন আবহাওয়া নরমই থাকবে।

 

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved