মহানগর ডেস্ক: পশ্চিমবঙ্গে শীত বাড়তে চলেছে বুধবার থেকে। কারণ রাজ্যে আগামী কয়েকদিনে পারদ পতন হতে চলেছে। জেনে নিন আজকের আবহাওয়ার আপডেট।
কেমন থাকবে কলকাতার আবহাওয়া ?
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসে নেমে যাবে। সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রির আশপাশে থাকবে। মঙ্গলবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.৮ ডিগ্রি। সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৬ ডিগ্রিতে ঠেকেছিল। সকালের দিকে হালকা কুয়াশা থাকবে। তারপর আকাশ পরিষ্কার হয়ে যাবে।
দক্ষিণবঙ্গের জেলাগুলির আবহাওয়া কেমন থাকবে বুধবার?
দক্ষিণবঙ্গের কোনও জেলা সপ্তাহের তৃতীয় কর্মদিবসে বৃষ্টি পাবে না। শুষ্ক থাকবে প্রতিটি জেলা (উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া)।
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া ?
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, সপ্তাহের তৃতীয় কর্মদিবসে শুধুমাত্র দার্জিলিঙের কয়েকটি জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। তাছাড়া কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদার আবহাওয়া শুষ্ক থাকবে। অর্থাৎ বৃষ্টি হবে না ওই সাতটি জেলায়।