মহানগর ডেস্ক: বেশ অনেকটাই কমে গিয়েছে রাজ্যের তাপমাত্রা। এক ধাক্কায় অনেকটাই নেমেছে পারদ। বঙ্গ জুড়ে শীতের অনুভূতি। যদিও আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল যে তাপমাত্রা কমবে। বেশ কয়েকটি জেলায় তাপমাত্রা নেমেছে ২৫ ডিগ্রিতে। আজ বৃহস্পতিবার থেকে তাপমাত্রা আরও কমবে বলেই জানানো হয়েছে।
বাংলার মাথা থেকে নিম্নচাপেরর মেঘ সরতেই তাপমাত্রা কমতে শুরু করেছে। রাতের তাপমাত্রা আরও ২ ডিগ্রি কমতে পারে। এই জাঁকিয়ে ঠান্ডার অপেক্ষাতেই ছিল সকলে। শুধু জেলার নয় কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ২০ ডিগ্রির আশপাশে। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা রয়েছে ২৯.৬ ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমের জেলাগুলিতে বেশ কনকনে ঠান্ডা রয়েছে। পারদ নেমেছে ১৫ ডিগ্রির নীচে।
উত্তরবঙ্গেও তাপমাত্রা কমছে। দুই বঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বুধবার দার্জিলিয়ে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮.৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি । উত্তরের জেলাগুলির তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকেটাই কম রয়েছে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর।