মহানগর ডেস্ক: সদ্য বিয়ে করেছেন ওঁরা। বিয়ের পরপর কেরলের (Kerala) ত্রিশূরে বিখ্যাত গুরুভায়ুর মন্দিরে গিয়েছিলেন দেবীর আশীর্বাদ নিতে। মন্দিরের সামনে দাঁড়িয়ে ছবি (Wedding Photo Shoot) তুলতে গিয়েই বিপত্তি! তাদের মন্দিরের প্রবেশ পথের সামনে থাকা হাতির (The Elephant Did Not Like That) তা পছন্দ হয়নি। ক্যামেরার সামনে দাঁড়িয়ে ছবি তোলার সময়ই হঠাৎ খেপে যায় হাতিটি। মাহুত কিছু করার আগেই শুঁড়ে তুলে নিয়ে সোজা এক আছাড়। কোনওরকমে নিজেকে সামলে নিয়ে সেখান থেকে চোঁচা দৌড় দেয় বর। কিন্তু তাঁর পাঞ্জাবী শুঁড়ে আটকে যায়। হাতির হঠাৎ এমন আচরণে রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে ভক্তদের মধ্যে। কেন হাতিটি এমন আচরণ করল তার কোনও কারণ খুঁজে পাচ্ছেন না কেউ। ইনস্টাগ্রামে ছবি পোস্ট হওয়ার পর রীতিমতো তা ভাইরাল হয়ে যায়।
ভিডিওটি ইতিমধ্যেই বারোশ জন লাইক করেছেন। ভিডিওয় দেখা গিয়েছে নববিবাহিত দম্পতি মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছেন। তাঁদের ছবি তোলার সময়ই আচমকাই খেপে গিয়ে তেড়ে আসে। মাহুতকেও পিঠ থেকে নামিয়ে তার ওপর হামলা চালায় হাতিটি। তারপর নতুন বিয়ে হওয়া বরকে শুঁড়ে তুলে আছাড় মারতে যায়। কিন্তু তাতে সে সফল হয়নি। বর কোনওরকমে শুঁড়ে আছাড় খাওয়া থেকে বেঁচে কোনওরকম দৌড়ে গিয়ে প্রাণ বাঁচায়। হাতির পিঠে বসা মাহুত কোনওরকমে হাতিটিকে নিয়ন্ত্রণে আনে। পরে ভিডিওয় নতুন বর জানিয়েছে, তাঁরা ছবি তোলার জন্য ক্যামেরাম্যানের সামনে দাঁড়াতেই হাতিটি প্রচণ্ড খেপে গিয়ে তাঁদের শুঁড়ে তুলে আছাড় দেওয়ার চেষ্টা করে। তাঁর স্ত্রীর হাত ধরে তিনি কোনওরকমে পালিয়ে গিয়ে প্রাণ বাঁচান। গুরুভায়ুর মন্দির হিন্দুদের বিয়ের অনুষ্ঠানের জন্য বিখ্যাত। এখানে বহু বর-কনে এসে বিয়ে করেন। মাস কয়েক আগে কেরলের কোল্লমে জঙ্গলের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় মধ্যপঞ্চাশের এক ব্যক্তিকে শুঁড় দিয়ে পেঁচিয়ে মাটিতে ফেলে পিষে দেয় একটি বুনো হাতি।