মহানগর ডেস্ক: রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির তরফে জারি হলো এক দুর্দান্ত নিয়োগের। এবার স্বাস্থ্য ক্ষেত্রে একই সঙ্গে বিভিন্ন পদে নেওয়া হচ্ছে কর্মী। আপনি ন্যুনতম শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে ভালো কোনো চাকরির সন্ধানে রয়েছেন? তবে একদম সঠিক জায়গায় এসেছেন। এখানে স্বাস্থ্য সহায়ক, স্টাফ নার্স ইত্যাদি নানান পদে নেওয়া হচ্ছে কর্মী। আসুন তবে আর দেরি না করে জেনে নিই নিয়োগের বিস্তারিত খুঁটিনাটি।
আবেদন পদ্ধতি: মূলত অফলাইনের মাধ্যমে খুব সহজেই এখানে আবেদন করা যাবে। সেক্ষেত্রে নিম্নলিখিত কিছু ধাপ অনুসরন করুন,
১. এখানে আবেদনের প্রয়োজন নেই। একেবারে ইন্টারভিউয়ের সময় সিভি নিয়ে উপস্থিত হতে হবে।
২. নিজের যাবতীয় তথ্য দিয়ে সিভি বানিয়ে নিন।
৩. এরপর আবেদনপত্রে উল্লিখিত (আবেদনকারীর নাম, বাবার নাম, বয়স, লিঙ্গ, কাস্ট স্ট্যাটাস, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, মোবাইল নম্বর এবং ইমেল আইডি ইত্যাদি) নিজের যাবতীয় তথ্য দিয়ে পত্রটি পূরণ করতে হবে।
৪. অবশ্যই নিজের সম্প্রতি তোলা একটি রঙিন পাসপোর্ট সাইজের ফটো দিয়ে নিচে একটি সিগনেচার করে দিতে হবে। সঙ্গে দিয়ে দিতে হবে সেল্ফ অ্যাটেস্টে সহ যাবতীয় নথির স্ক্যানকপি (Attached scan copy of your all documents with application form)।
৫. সব শেষে সাবমিট বাটনে ক্লিক করুন। আপনাথেকেই কিছুক্ষণের মধ্যে আপনার আবেদন জমা করে যাবে।
কি কি ডকুমেন্ট আবশ্যক:
এই পদে আবেদনের ক্ষেত্রে অবশ্যই আপনাকে সঙ্গে রাখতে হবে:
* বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা বার্থ সার্টিফিকেট।
* স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড কিংবা আঁধার কার্ড
* উল্লিখিত শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট
* কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
* কাজের যোগ্যতার কোনও স্বীকৃত(Work Experience Certificate) শংসাপত্র যদি থাকে।
* রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং স্বাক্ষর।
* বৈধ একটি মোবাইল নম্বর এবং ইমেল আইডি।
নিয়োগকারী সংস্থা ও পদের নাম: রাজ্য স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে এই নিয়োগের আয়োজন করা হয়েছে।
পদের নাম ও বেতন- স্বাস্থ্য সহায়ক তথা কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট যেকোনো স্বীকৃত সংস্থা থেকে ANM/GNM কোর্স করা থাকতে হবে। এদের নিয়োগের সঙ্গেই কর্মী পিছু মাসিক সর্বনিম্ন বেতন ১৩ হাজার টাকা রাখা হয়েছে।
পদের নাম ও বেতন- স্টাফ নার্স এর ক্ষেত্রে যেকোনো স্বীকৃত সংস্থা থেকে GNM কোর্স করে থাকতে হবে। আর নিয়োগ হলেই কর্মী পিছু মাসিক গড় বেতন ২৫ হাজার টাকা থেকে শুরু হচ্ছে।
পদের নাম ও বেতন – মেডিক্যাল অফিসার স্বীকৃত সংস্থা থেকে MBBS করে থাকতে হবে। নিয়োগের সঙ্গে সঙ্গে কর্মী পিছু মাসিক গড় বেতন ৬০ হাজার টাকা থেকে শুরু হচ্ছে।
প্রার্থীর বয়সসীমা: আবেদনের ক্ষেত্রে বিশেষ করে স্বাস্থ্য সহায়ক এবং স্টাফ নার্স পদের ক্ষেত্রে প্রার্থীর বয়সসীমা হতে হবে ২১-৪০ বছরের মধ্যে। মেডিক্যাল অফিসার এর ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ৬২ বছর রাখা হয়েছে। যাইহোক, রিজার্ভ ক্যাটাগরি প্রার্থীদের বয়সে বিশেষ ছাড় দেওয়া হয়েছে।
ইন্টারভিউয়ের তারিখ ও আবেদনের সময়সীমা: আগামী ১৯ নভেম্বর ইন্টারভিউ সংঘটিত হচ্ছে। এই দিনেই আপনাকে ইন্টারভিউয়ের জন্য রিপোর্ট জানাতে হবে।
অফিশিয়াল ওয়েবসাইট: https://www.wbhealth.gov.in/