Home Featured WB Govt Recruitment: পশ্চিমবঙ্গে কন্যাশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ চলছে! বেতন ১১ হাজার টাকা

WB Govt Recruitment: পশ্চিমবঙ্গে কন্যাশ্রী প্রকল্পে কর্মী নিয়োগ চলছে! বেতন ১১ হাজার টাকা

by Arpita Sardar

মহানগর ডেস্ক: সরকারি চাকরির আশায় আশায় বসে রয়েছেন। কিন্তু সরকারের উপর হারিয়ে ফেলেছেন আস্থা। ভাবছেন আর কিছু হবে না। তাহলে বলি ভুল ভাবছেন। একেবারে ন্যুনতম এবং শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে এবার কন্যাশ্রী প্রকল্পে নেওয়া হচ্ছে কর্মী। আপাতত এই নিয়োগ করা হবে জেলা লেভেলে ব্লক তথা বিডিও অফিস অনুযায়ী এবং চুক্তিভিত্তিক ভাবে। তাই দেরি না করে আসুন জেনে নেওয়া যাক নিয়োগের বিস্তারিত খুঁটিনাটি।

আবেদন পদ্ধতি: রাজ্যের এই নিয়োগে ( WB Govt Recruitment 2022) এ আপনি অফলাইন ও অনলাইন দুভাবেই আবেদন করতে পারবেন।
অনলাইন:
১. প্রথমে নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট (www.purbabardhaman.nic.in) ভিজিট করুন।
২. নিজের যাবতীয় সকল প্রকার তথ্য দিয়ে অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে সঙ্গে রঙিন পাসপোর্ট সাইজের ফটো ও সিগনেচার এবং সাপোর্টিং ডকুমেন্ট আপলোড করবেন স্ক্যান করে।
৩. ডকুমেন্ট টির সাইজ হতে হবে 1 MB এর মধ্যে।
৪. আবেদন শেষে অফিসিয়াল ওয়েবসাইট নিয়মিত ভিজিট করবেন।
অফলাইন:
১. সেক্ষেত্রে সবার প্রথমে নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিয়োগের আবেদনপত্র সংগ্রহ করে নিন।
২. এর ডাইরেক্ট লিঙ্ক নিচে দেওয়া হলো, ডাউনলোড করে সেটি একটি সাদা A4 সাইজের পেপারে বের করে নিন।
৩. এরপর আবেদনপত্রে উল্লিখিত (আবেদনকারীর নাম, বাবার নাম, বয়স, লিঙ্গ, কাস্ট স্ট্যাটাস, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, মোবাইল নম্বর এবং ইমেল আইডি ইত্যাদি) নিজের যাবতীয় তথ্য দিয়ে পত্রটি পূরণ করতে হবে।
৪. অবশ্যই নিজের সম্প্রতি তোলা একটি রঙিন পাসপোর্ট সাইজের ফটো দিয়ে নিচে একটি সিগনেচার করে দিতে হবে। সঙ্গে দিয়ে দিতে হবে সেল্ফ অ্যাটেস্টে সহ যাবতীয় নথির ফটোকপি (Attached photocopy of your all documents with application form)।
৫. এগুলি সবার শেষে একটি খামের ভেতর ভরে নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।

কি কি ডকুমেন্ট আবশ্যক:
এই পদে আবেদনের ক্ষেত্রে অবশ্যই আপনাকে সঙ্গে রাখতে হবে-
১. বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা বার্থ সার্টিফিকেট।
২. স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড কিংবা আঁধার কার্ড
৩. উল্লিখিত শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট
৪. কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
৫. কাজের যোগ্যতার কোনও স্বীকৃত(Work Experience Certificate) শংসাপত্র যদি থাকে।
৬. রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং স্বাক্ষর।
৭. বৈধ একটি মোবাইল নম্বর এবং ইমেল আইডি।
৮. অবশ্যই কম্পিউটার অ্যাপ্লিকেশন সার্টিফিকেট দিতে হিবে।

পদের নাম: এখানে ডাটা ম্যানেজার পদে কর্মী নিয়োগ করা হবে। নিচে আবেদন পাঠানোর ঠিকানা দেওয়া হয়েছে। অফলাইনে আবেদন করলে নিম্নলিখিত ঠিকানায় আবেদনপত্র পাঠাতে হবে।

শিক্ষাগত যোগ্যতা: রাজ্যের এই চাকরির নিয়োগ (WB Govt Job Recruitment 2022) এ আবেদন জানাতে গেলে আপনাকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক তথা গ্র্যাজুয়েশন পাশ করতে হবে। সঙ্গে থাকতে হবে একটা কম্পিউটার অ্যাপ্লিকেশন এর সার্টিফিকেট।

প্রার্থীর বয়সসীমা: এখানে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর ন্যূনতম বয়স হতে হবে ১৮ বছর। এবং সর্বোচ্চ ৩৭ বছরের প্রার্থীরা চাকরির জন্য আবেদন করতে পারবেন। সরকারি অবসরপ্রাপ্ত কর্মীদের এক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা রাখা হয়েছে ৬৫ বছর।

মাসিক বেতন: কর্মীদের ভালো অঙ্কের টাকা বেতন হিসাবে দেওয়া হবে। নিয়োগের সঙ্গে সঙ্গে কর্মী পিছু মাসিক গড় বেতন দেওয়া হবে ১১ হাজার টাকা।

আবেদনের সময়সীমা: আগামী ১১ নভেম্বরের মধ্যে অফলাইন/অনলাইন যেটাতে খুশি আবেদন জমা দিতে হবে।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা: To the District Magistrate and Collector, District Project Manager Unit, Kanyashree Orakalpa, New Administrative Building, 3rd Floor, Purba Bardhaman-713101

আবেদনের অফিসিয়াল ওয়েবসাইট: https://purbabardhaman.nic.in/

You may also like