মহানগর ডেস্ক: আপনি কি অনেকদিন ধরে সরকারি চাকরির আশায় বসে বসে বেকার সমস্যায় জর্জরিত? তাহলে আপনার জন্য নিয়োগের বিশেষ সুখবর এনেছে সরকার। এবার জেলা পরিষদের তরফ থেকে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সরকারের তত্ত্বাবধানে আয়োজিত এই সুবিশাল নিয়োগের চাকরিতে বিভিন্ন জেলা প্রান্ত থেকে পুরুষ কিংবা মহিলা যেকোনো প্রার্থী খুব সহজেই চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। এর বিশেষত্ব হল এখানে কোনও লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে আবেদন জানানো যাবে।
আবেদন পদ্ধতি: মূলত অনলাইনের মাধ্যমে খুব সহজেই এখানে আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে নিম্নলিখিত কিছু ধাপ অনুসরন করুন,
১. সবার প্রথমে নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে অনলাইন আবেদনের লিংকে ক্লিক করুন।
২. নিজের যাবতীয় তথ্য দিয়ে অনলাইন রেজিষ্ট্রেশন করে নিতে হবে।
৩. এরপর আবেদনপত্রে উল্লিখিত (আবেদনকারীর নাম, বাবার নাম, বয়স, লিঙ্গ, কাস্ট স্ট্যাটাস, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, মোবাইল নম্বর এবং ইমেল আইডি ইত্যাদি) নিজের যাবতীয় তথ্য দিয়ে পত্রটি পূরণ করতে হবে।
৪. অবশ্যই নিজের সম্প্রতি তোলা একটি রঙিন পাসপোর্ট সাইজের ফটো দিয়ে নিচে একটি সিগনেচার করে দিতে হবে। সঙ্গে দিয়ে দিতে হবে সেল্ফ অ্যাটেস্টে সহ যাবতীয় নথির স্ক্যানকপি (Attached scan copy of your all documents with application form)।
৫. সব শেষে সাবমিট বাটনে ক্লিক করুন। আপনা থেকেই কিছুক্ষণের মধ্যে আপনার আবেদন জমা করে যাবে।
কি কি ডকুমেন্ট আবশ্যক:
এই পদে আবেদনের ক্ষেত্রে অবশ্যই আপনাকে সঙ্গে রাখতে হবে:
* বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা বার্থ সার্টিফিকেট।
* স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড কিংবা আঁধার কার্ড
* উল্লিখিত শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট
* কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
* কাজের যোগ্যতার কোনও স্বীকৃত(Work Experience Certificate) শংসাপত্র যদি থাকে।
* রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং স্বাক্ষর।
* বৈধ একটি মোবাইল নম্বর এবং ইমেল আইডি।
পদের নাম: এখানে মূলত প্রধান দু ধরনের পদে নেওয়া হবে কর্মী। যেমন, অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট কো-অরডিনেটর (নন টেকনিক্যাল) এবং অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট কো-অরডিনেটর (টেকনিক্যাল)।
মাসিক বেতন: দুটি পদের ক্ষেত্রেই উচ্চহারে মসিক বেতন দেওয়া হবে। কর্মী পদে নিয়োগের পরই কর্মীদের ২৪,০০০ টাকা থেকে বেতন শুরু হচ্ছে।
প্রার্থীর বয়সসীমা: ১/১১/২২ তারিখের ভিত্তিতে নিয়োগে আবেদনের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা রাখা হয়েছে ৩৫
বিশেষ যোগ্যতা: সর্বপ্রথমে আপনাকে অবশ্যই পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হবার পাশাপাশি অফিসিয়াল বিজ্ঞপ্তিতে বিস্তারিত রয়েছে। সেখান থেকেই জেনে নিন।
আবেদনের সময়সীমা: আগামী ১৬ নভেম্বরের মধ্যে আবেদন জানাতে পারবেন।
অফিশিয়াল ওয়েবসাইট:
https://www.nadiazillaparishad.in/