Home Featured WB Govt Recruitment 2022: রাজ্যে মিড-ডে-মিল প্রকল্পের আওতায় গ্রুপ সি কর্মী নিয়োগ চলছে! যোগ্যতা স্নাতক, বেতন ১৩,০০০ টাকা

WB Govt Recruitment 2022: রাজ্যে মিড-ডে-মিল প্রকল্পের আওতায় গ্রুপ সি কর্মী নিয়োগ চলছে! যোগ্যতা স্নাতক, বেতন ১৩,০০০ টাকা

by Arpita Sardar

মহানগর ডেস্ক: আবারো পশ্চিমবঙ্গ সরকার সরকারি চাকরি প্রার্থীদের জন্য নিয়ে এসেছে দুর্দান্ত নিয়োগের সুখবর। এবার পশ্চিমবঙ্গে স্কুল মিড ডে মিল প্রোগ্রাম তথা প্রকল্পের অধীনে নেওয়া হচ্ছে কর্মী। সরকারি বিভিন্ন স্কুলে মিড ডে মিল একটি যুগান্তকারী পদক্ষেপ। এবার এই ক্ষেত্রেই নেওয়া হবে কর্মী। মূলত গ্রুপ সি লেভেলের পদে কর্মী নেওয়া হবে। আপনারা যারা দীর্ঘদিন ধরে অনেক পড়াশোনা করার পর ভালো কোনো চাকরির খোঁজে রয়েছেন তাদের জন্য একটি দুর্দান্ত এবং সুবর্ণ সুযোগ এটি। চলুন দেরি না করে জেনে নেয়া যাক আবেদনের বিস্তারিত খুঁটিনাটি।

আবেদন পদ্ধতি: অফলাইনের মাধ্যমে খুব সহজেই আবেদন জানাতে হবে। সেক্ষেত্রে নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন।
১. সবার প্রথমে নিয়োগের আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফর্ম সংগ্রহ করে নিন।
২. ফর্ম ডাউনলোড এর পর সেটি অবশ্যই A4 সাইজের পেপারে প্রিন্ট আউট বের করে নিন।
৩. এরপর আবেদনপত্রে উল্লিখিত (আবেদনকারীর নাম, বাবার নাম, বয়স, লিঙ্গ, কাস্ট স্ট্যাটাস, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, মোবাইল নম্বর এবং ইমেল আইডি ইত্যাদি) নিজের যাবতীয় তথ্য দিয়ে পত্রটি পূরণ করতে হবে।
৪. অবশ্যই নিজের সম্প্রতি তোলা একটি রঙিন পাসপোর্ট সাইজের ফটো দিয়ে নিচে একটি সিগনেচার করে দিতে হবে। সঙ্গে দিয়ে দিতে হবে সেল্ফ অ্যাটেস্টে সহ যাবতীয় নথির জেরক্স কপি (Attached photocopy of your all documents with application form)।
৫. সব শেষে ওই তথ্য যুক্ত অনলাইন আবেদন পত্রটি সাবমিট বাটনে ক্লিক করে জমা দিয়ে দিন।

কি কি ডকুমেন্ট আবশ্যক: এই পদে আবেদনের ক্ষেত্রে অবশ্যই আপনাকে সঙ্গে রাখতে হবে-
১. বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা বার্থ সার্টিফিকেট।
২. স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড কিংবা আঁধার কার্ড
৩. শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট
৪. কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
৫. কাজের অভিজ্ঞতা (Work experience certificate) যদি থাকে।
৬. রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং স্বাক্ষর।
৭. বৈধ একটি মোবাইল নম্বর এবং ইমেল আইডি।

নিয়োগকারী সংস্থা: পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তত্ত্বাবধানে রাজ্যের জেলা লেভেলে বিডিও অফিসের তরফে জারি হয়েছে নিয়োগের বিজ্ঞপ্তি। এর মধ্য দিয়ে রাজ্যে মিড ডে মিল প্রোগ্রামের আওতায় কর্মী নিযুক্ত করা হবে।

পদের নাম: রাজ্যের এই চাকরির নিয়োগ (WB Govt Job Recruitment 2022) এর মধ্য দিয়ে মূলত গ্রুপ সি লেভেলের পদে নেওয়া হচ্ছে কর্মী। সেক্ষেত্রে বিশেষ ভাবে ডাটা এন্ট্রি অপারেটর তথা DEO পদে কর্মী নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা: এখানে আবেদন জানাতে গেলে আপনাকে যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম স্নাতক তথা গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে। সঙ্গে কম্পিউটার অ্যাপ্লিকেশন এর ওপর সার্টিফিকেট থাকতে হবে। প্রার্থীদের টাইপিং দক্ষতা দেখে নেওয়া হবে এখানে।

প্রার্থীর বয়সসীমা: নিয়োগে আবেদনের ক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ১৮ থেকে ৪০ এর মধ্যে।

মাসিক বেতন: মাসে মোটামুটি ভালো অঙ্কের টাকা বেতন দেওয়া হবে। সেক্ষেত্রে নিয়োগের সঙ্গে সঙ্গে কর্মী পিছু মাসিক গড় সর্বনিম্ন ১৩ হাজার টাকা বেতন দেয়া হবে।

আবেদনের সময়সীমা: চলতি মাস অর্থাৎ ১২ই ডিসেম্বরের মধ্যেই আবেদনের প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

অফিসিয়াল ওয়েবসাইট: https://jalpaiguri.gov.in/

You may also like