Home Featured WB Health Recruitment 2022: মাধ্যমিক পাশে ব্লকে ব্লকে স্বাস্থ্য কর্মী নিয়োগ! পঞ্চায়েত অনুযায়ী চলছে নিয়োগ

WB Health Recruitment 2022: মাধ্যমিক পাশে ব্লকে ব্লকে স্বাস্থ্য কর্মী নিয়োগ! পঞ্চায়েত অনুযায়ী চলছে নিয়োগ

by Arpita Sardar

মহানগর ডেস্ক: আবারও পশ্চিমবঙ্গ সরকার একটি বিশেষ নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। জেলা লেভেলে স্বাস্থ্য কর্মী পদে ন্যুনতম শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে নেওয়া হবে। যারা অনেকদিন ধরে ভালো চাকরির খোঁজে রয়েছেন তাদের জন্য বিশেষ সুবর্ণ সুযোগ এটি। রাজ্যের নানান ব্লক তথা জিপি অনুযায়ী কর্মীদের নিযুক্ত করা হবে। কোনো রকম পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। তাই দেরি না করে চলুন জেনে নেয়া যাক আবেদনের বিস্তারিত ঘটনাটি সম্পর্কে।

আবেদন পদ্ধতি: এখানে অফলাইনের মাধ্যমে খুব সহজেই আবেদন জানাতে হবে। সেক্ষেত্রে নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন।
১. সবার প্রথমে নিয়োগের আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফর্ম সংগ্রহ করে নিন।
২. ফর্ম ডাউনলোড এর পর সেটি অবশ্যই A4 সাইজের পেপারে প্রিন্ট আউট বের করে নিন।
৩. এরপর আবেদনপত্রে উল্লিখিত (আবেদনকারীর নাম, বাবার নাম, বয়স, লিঙ্গ, কাস্ট স্ট্যাটাস, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, মোবাইল নম্বর এবং ইমেল আইডি ইত্যাদি) নিজের যাবতীয় তথ্য দিয়ে পত্রটি পূরণ করতে হবে।
৪. অবশ্যই নিজের সম্প্রতি তোলা একটি রঙিন পাসপোর্ট সাইজের ফটো দিয়ে নিচে একটি সিগনেচার করে দিতে হবে। সঙ্গে দিয়ে দিতে হবে সেল্ফ অ্যাটেস্টে সহ যাবতীয় নথির জেরক্স কপি (Attached photocopy of your all documents with application form)।
৫. সব শেষে ওই তথ্য যুক্ত অনলাইন আবেদন পত্রটি সাবমিট বাটনে ক্লিক করে জমা দিয়ে দিন।

কি কি ডকুমেন্ট আবশ্যক: এই পদে আবেদনের ক্ষেত্রে অবশ্যই আপনাকে সঙ্গে রাখতে হবে-
১. বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা বার্থ সার্টিফিকেট।
২. স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড কিংবা আঁধার কার্ড
৩. শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট
৪. কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
৫. কাজের অভিজ্ঞতা (Work experience certificate) যদি থাকে।
৬. রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং স্বাক্ষর।
৭. বৈধ একটি মোবাইল নম্বর এবং ইমেল আইডি।

নিয়োগকারী সংস্থা: পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তত্ত্বাবধানে রাজ্যের জেলা লেভেলে নেওয়া হবে কর্মী। সেক্ষেত্রে রাজ্য মিশন অধিকর্তা, জাতীয় স্বাস্থ্য মিশন এর আদেশনামা অনুযায়ী সংশ্লিষ্ট জেলা ব্লক এবং ব্লকের অধীনস্থ বিভিন্ন GP তে স্বাস্থ্য কর্মীদের নিয়োগ করা হবে।

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত স্কুল বোর্ড থেকে ন্যুনতম মাধ্যমিক পাশ করে থাকতে হবে। সেক্ষেত্রে উচ্চ শিক্ষিত প্রার্থীরাও সমানভাবে যোগ্য বলে বিবেচিত হবেন।

প্রার্থীর বয়সসীমা: এখানে আবেদনের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ৪০ বছর রাখা হয়েছে। সঙ্গে রিজার্ভ ক্যাটাগরি প্রার্থীদের বয়সে বিশেষ ছাড় দেওয়া হয়েছে।

আবেদনের সময়সীমা: আগামী ৩০ ডিসেম্বরের মধ্যে উপরের দেওয়া আবেদন পদ্ধতি অনুসরণ করে পক্রিয়া সম্পন্ন করুন।

অফিসিয়াল ওয়েবসাইট: https://alipurduar.gov.in/

You may also like