মহানগর ডেস্ক: রেল বিভাগের তরফ থেকে জারি হয়েছে এক দুর্দান্ত নিয়োগের বিজ্ঞপ্তি। আপনি ন্যুনতম শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে দীর্ঘদিন ধরে ভালো কোনো কাজের সন্ধান করে থাকলে এখনি পশ্চিমবঙ্গে রেল ডিভিশন এর তরফে জারি হওয়া টিকিট সেবক পদে আবেদন করুন। ন্যুনতম এবং শুধুমাত্র মাধ্যমিক পাশে আবেদন করা যাবে। আসুন তবে আর দেরি না করে জেনে নিই এর বিস্তারিত খুঁটিনাটি।
আবেদন পদ্ধতি: অফলাইনের মাধ্যমে খুব সহজেই আবেদন জানাতে হবে। সেক্ষেত্রে নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন।
১. সবার প্রথমে নিয়োগের আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফর্ম সংগ্রহ করে নিন।
২. ফর্ম ডাউনলোড এর পর সেটি অবশ্যই A4 সাইজের পেপারে প্রিন্ট আউট বের করে নিন।
৩. এরপর আবেদনপত্রে উল্লিখিত (আবেদনকারীর নাম, বাবার নাম, বয়স, লিঙ্গ, কাস্ট স্ট্যাটাস, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, মোবাইল নম্বর এবং ইমেল আইডি ইত্যাদি) নিজের যাবতীয় তথ্য দিয়ে পত্রটি পূরণ করতে হবে।
৪. অবশ্যই নিজের সম্প্রতি তোলা একটি রঙিন পাসপোর্ট সাইজের ফটো দিয়ে নিচে একটি সিগনেচার করে দিতে হবে। সঙ্গে দিয়ে দিতে হবে সেল্ফ অ্যাটেস্টে সহ যাবতীয় নথির স্ক্যান কপি (Attached scancopy of your all documents with application form)।
৫. সব শেষে ওই তথ্য যুক্ত অনলাইন আবেদন পত্রটি সাবমিট বাটনে ক্লিক করে জমা দিয়ে দিন।
কি কি ডকুমেন্ট আবশ্যক: এই পদে আবেদনের ক্ষেত্রে অবশ্যই আপনাকে সঙ্গে রাখতে হবে-
১. বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা বার্থ সার্টিফিকেট।
২. স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড কিংবা আঁধার কার্ড
৩. শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট
৪. কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
৫. কাজের অভিজ্ঞতা (Work experience certificate) যদি থাকে।
৬. রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং স্বাক্ষর।
৭. বৈধ একটি মোবাইল নম্বর এবং ইমেল আইডি।
পদের নাম ও শূন্যপদ: ইস্টার্ন রেলওয়ের তত্ত্বাবধানে পশ্চিমবঙ্গে রেলের শিয়ালদহ ডিভিশন এর তরফে এই কর্মীদের নিযুক্ত করা হচ্ছে। এখানে টিকিট বুকিং সেবক তথা Jan Sadharan Ticket Booking Sewak (JTBS) পদে নিযুক্ত করা হবে কর্মীদের। সেক্ষেত্রে এই পদ্ধতিতে সব মিলিয়ে ১৪৬ টি স্টেশনে মোট ৩০১০ শূন্যপদে কর্মী নিয়োগ করবে রেল।
শিক্ষাগত যোগ্যতা: এই নিয়োগ ক্ষেত্রে আবেদনের জন্য যে কোন স্বীকৃত ভোট দ্বারা পরিচালিত স্কুল থেকে ন্যূনতম মাধ্যমিক পাশ করে থাকলেই হবে।
প্রার্থীর বয়সসীমা: এখানে আবেদনের জন্য আপনার ন্যুনতম বয়স হতে হবে ১৮ বছর। বয়সের ঊর্ধ্বসীমা সম্পর্কে তেমন কিছু নির্দিষ্ট করে জানানো হয়নি।
আবেদনের সময়সীমা: আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে ওপরের আবেদন পদ্ধতি অনুসরণ করে আবেদন করতে পারবেন।
আবেদন পাঠানোর ঠিকানা: Office of Senior Divisional Commercial Manager, Eastern Railway, Sealdah, DRM Building, 16, Kaizer Street, Kolkata – 700014
অফিসিয়াল ওয়েবসাইট: https://er.indianrailways.gov.in/