মহানগর ডেস্কঃ রাস্তার ধারে পড়ে ৪ বছরের নিথর ক্ষতবিক্ষত দেহ। শিশুকন্যার মৃত্যু ঘিরে রহস্য ক্রমশ ঘনীভূত হচ্ছে। । পুলিশ সূত্রে খবর,মৃত শিশুটিকে অভিযুক্তরা বাইরে থেকে এসে লেক টাউনে ফেলে দিয়ে যায়।
ঘটনাটি ঘটেছে লেক টাউনে, শনিবার দুপুরে একটি স্কুলের পাশে ফুটপাত থেকে উদ্ধার করা হয়েছিল ৪বছরের শিশুকন্যার নিথর মৃত দেহ। মৃতদেহ উদ্ধার হওয়ার পর থেকে এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতির সৃস্টি হয়। তারপর পুলিশে খবর দেওয়া হয়। ঘটনা শুনে পুলিশ ঘটনাস্থলে এসে পৌঁছয়। পুলিশ সূত্রে জানাযাচ্ছে, শিশুটির দেহ ক্ষতবিক্ষত অবস্থায় পাওয়া গিয়েছিল। সারা দেহে ক্ষতের দাগ, তবে এই ক্ষত বা ক্ষতের চিহ্নগুলি পড়ে গিয়ে হয়েছে, নাকি এর নেপথ্যে লুকিয়ে রয়েছে অন্য কোন রহস্য তা জানতে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।এর নেপথ্যে কী কারণ রয়েছে, তা জানার জন্য তদন্তকারীরা ময়না তদন্তের রিপোর্টের অপেক্ষা করছেন ।
পুলিশ সূত্রে খবর, ঘটনা খতিয়ে দেখতে, ভিআইপি রোড থেকে শুরু করে স্কুলের আশেপাশের একাধিক অঞ্চলের সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখা হয়। চারিপাশের ফুটেজ দেখার পর, ভিডিও ফুটেজে দেখা যায় যে, বাস থেকে এক পুরুষ এবং এক মহিলা নামেন, তারপর দেখা যায় স্কুল চত্বরের দিকে হেঁটে যেতে । শিশুটি মহিলার কোলেই ছিল, কাপড়ে জড়ানো অবস্থায়। তারপর দেখা যায় স্কুলের ধারে একটি গাছের গোড়ায় নিথর দেহ টিকে অর্থাৎ ৪ বছরের শিশুটিকে ফেলে রেখে দিয়ে সোজা চলে গেলেন দুই অভিযুক্ত। পুলিশ জানিয়েছেন, অভিযুক্ত পুরুষ ও অভিযুক্ত মহিলার খোঁজ জারি রেখেছেন পুলিশ। তদন্ত চালাচ্ছেন যে ওই দুজন অভিযুক্ত কোন রাস্তা ধরে এসেছিলেন আর কোন রাস্তা ধরে তাঁরা দুজন কোন দিকে গেছেন তা তদন্ত চলছে। তদন্তকারীদের মতে, ওই দুই অভিযুক্ত কে চিহ্নিত করতে পারলেই জানা যাবে তাঁদের মধ্যে কি সম্পর্ক? বা ওই মৃত শিশুটিকে তারা কিভাবে চেনেন? ওই শিশুটি তাঁদের দুজনের সন্তান কিনা সেই বিষয়ে তদন্তে নেমেছে পুলিশ।