Home Bengal জি-২০ বৈঠকে ৪১০০ কোটি খরচ, তৃণমূল নেতার বিস্ফোরক দাবি

জি-২০ বৈঠকে ৪১০০ কোটি খরচ, তৃণমূল নেতার বিস্ফোরক দাবি

by Mahanagar Desk
6 views

মহানগর ডেস্ক: ভারতে জি-২০ বৈঠক সফলভাবে সম্পন্ন হয়েছে। কিন্তু সেই জি-২০ সম্মেলন নিয়ে শুরু হল বিতর্ক। এই সম্মেলনের জন্য বরাদ্দকৃত অর্থের নাকি ৩০০ শতাংশ বেশি খরচ করেছে কেন্দ্র, এমনটাই অভিযোগ তুলছেন বিরোধীরা। তৃণমূল কংগ্রেস সাংসদ সাকেত গোখলে বলেন, ‘অবিশ্বাস্য!

জি-২০ বৈঠকে বাজেটের যে পরিমাণ বরাদ্দ করা হয়েছিল, তার চেয়ে ৩০০ শতাংশ বেশি খরচ করেছে মোদী সরকার। এই সম্মেলনের জন্য কত বরাদ্দ হয়েছিল? উত্তর, ৯৯০ কোটি টাকা। মোদী সরকার কত খরচ করেছে? উত্তর, ৪১০০ কোটির বেশি। যা বাজেটের তুলনায় ৩০০ শতাংশ বা ৩১১০ কোটি টাকা বেশি। এই অতিরিক্ত টাকা কেন বিজেপি দেবে না? ২০২৪ সালের ভোটে নিজের বিজ্ঞাপনের জন্য এত টাকা খরচ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

যদিও এই অভিযোগ অস্বীকার করেছে কেন্দ্র। কেন্দ্রীয় সরকারের ফ্যাক্ট চেকিং টিম বলেছে, যে পরিমাণের কথা বলা হয়েছে, সেই অর্থ কেবল জি-২০ সম্মেলনের জন্য ব্যয় করা হয়নি। দীর্ঘমেয়াদী পরিকাঠামো উন্নয়নের জন্য বিনিয়োগ করা হয়েছে। তবে এই নিয়েছে সুর চড়িয়েছে কংগ্রেসও।

You may also like