Home Bengal গ্রেফতার হতে পারেন মুখ্য়সচিব-স্বরাষ্ট্র সচিব! আরো কড়া আদালত

গ্রেফতার হতে পারেন মুখ্য়সচিব-স্বরাষ্ট্র সচিব! আরো কড়া আদালত

আগামী সোমবার সকাল ১০টার সময় মুখ্যসিচব, স্বরাষ্ট্র সচিব ও এডিজি সিআইডিকে হাজিরার নির্দেশ দিয়েছে।

by Pallabi Sanyal
193 views

মহানগর ডেস্ক : নির্বাচনী আবহে একের পর এক মামলায় রাজ্যের ওপরে অসন্তুষ্ট কলকাতা হাইকোর্ট। এবার দাড়িভিট মামলায় আরো কড়া অবস্থান আদালতের। গ্রেফতার হতে পারেন রাজ্যের মুখ্য় সচিব থেকে স্বরাষ্ট্র সচিব। প্রসঙ্গত, দাড়িভিট মামলায় মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও এডিজি সিআইডিকে অনলাইনে হাজিরার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু তাঁরা হাজির না হওয়ায় ক্ষুব্ধ হাইকোর্ট। আদালত ফের হাজিরার নির্দেশ দিয়েছে তাঁদের। কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা জানিয়ে দিয়েছেন, এবার হাজির না বহলে তাঁদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হবে।

উক্ত মামলার শুনানিতে বিচারপতি মান্থা মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও এডিজি সিআইডিকে হাজির হওয়ার নির্দেশ দিয়ে বলেছেন, অন্যক্ষেত্র হলে, আদালত কখন অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করে দিত। তবে এই ক্ষেত্রে তেমনটা হচ্ছে না। আদালত আরও কটা সুযোগ দিয়ে চায়।আদালত আগামী সোমবার সকাল ১০টার সময় মুখ্যসিচব, স্বরাষ্ট্র সচিব ও এডিজি সিআইডিকে হাজিরার নির্দেশ দিয়েছে।

চূড়ান্ত অসন্তোষ প্রকাশ করে এজন মামলার শুনানিতে বিচারপতি আরো বলেন, চিফ সেক্রেটারি অনলাইনে আসার প্রয়োজন মনে করলেন না। ওঁদের এখন তো আদালত হাজিরা থেকে অব্যাহতি দেয়নি। তাছাড়া ওনারা স্বশরীরে হাজিরা থেকে অব্যাহতি চেয়ে কোনও আবেদনও করেননি।তিনি জানান, তবু আদালতে সুযোগ দিতে চায় ওঁদের। তবে এবার না এলে তাঁদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি জারি করতে বাধ্য হবে আদালত।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved