মহানগর ডেস্ক: এক মায়ের বিরুদ্ধে নিজের দশমাসের মেয়ের গলা টিপে খুন করে বাড়িতেই পুঁতে দেওয়ার অভিযোগ উঠল।ভারত-ভুটান সীমান্তের জয়গাঁ শহরের ঝর্ণা বসতিতে অভিযুক্ত মহিলার এই কুকীর্তির কথা প্রকাশ্যে আসতেই হইচই পড়ে গিয়েছে।জয়গাঁ থানার পুলিশ অভিযুক্ত মা মেরিনা বিবিকে আটক করে ঘটনার তদন্ত শুরু করেছে।পুলিশ এখনও জানতে পারেনি তিনি ঠিক কী কারণে এই ঘটনা ঘটালেন।
জয়গাঁর ঝর্ণা বসতি এলাকার বাসিন্দা ওই মহিলার স্বামী জেলবন্দি,এমনটাই জানা গিয়েছে স্থানীয় সূত্রে।তিনি বাড়িতে ১০ মাস ও ৫ বছর বয়সি দুই মেয়েকে নিয়ে থাকতেন।ওই মহিলার বাপের বাড়ির সদস্যরাও থাকেন পাশেই। মেরিনা বিবি মঙ্গলবার নিজের দশ মাসের কন্যাসন্তানকে গলা টিপে খুন করে বাড়িতেই পুঁতে দেন বলে অভিযোগ।তাঁর বড় মেয়ে বুধবার এই ঘটনার কথা প্রতিবেশীদের জানিয়ে দেয় । তার পরে প্রতিবেশীরা পুলিশকে খবর দিলে তারা এসে ঘটনার তদন্ত শুরু করে।
পুলিশ অভিযুক্ত মাকে আটক করে থানায় নিয়ে গিয়েছে। ওই মহিলার কড়া শাস্তির দাবি তুলেছেন প্রতিবেশীরা।পুলিশ মাটি খুঁড়ে শিশুটির দেহ উদ্ধার করেছে।শিশুর মৃতদেহ বৃহস্পতিবার পুলিশ ময়নাতদন্তে পাঠাবে।এই প্রসঙ্গে জয়গাঁ থানার ওসি টি এন লামা বলেন, “ওই মহিলাকে তুলে এনে আমরা জিজ্ঞাসাবাদ করছি। ঘটনা নিয়ে আমাদের কাছে কেউ কোনও লিখিত অভিযোগ করেনি। পুলিশ ঘটনার খবর পেয়ে তদন্তে নেমেছে।”