Home Bengal বিশ্ববিদ্যালয়ের রিপোর্টে খুশি নয় ইউজিসি, যাদবপুরে আসছে বিশেষ টিম

বিশ্ববিদ্যালয়ের রিপোর্টে খুশি নয় ইউজিসি, যাদবপুরে আসছে বিশেষ টিম

by Mahanagar Desk
2 views

 

 

সোমবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আসছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বা ইউজিসি’‌র বিশেষ টিম। বিশ্ববিদ্যালয়ের হোস্টেলে প্রথম বর্ষের ছাত্র মৃত্যুকে কেন্দ্র করে রাজ্যে শোরগোল পড়ে গিয়েছে। ইতিমধ্যেই বেশ কয়েকজনকে গ্রেফতার করেছে পুলিশ। এমনকী র‌্যাগিং করার জেরেই ওই ছাত্রের মৃত্যু হয়েছে বলে সিলমোহর পড়েছে তদন্তে। গোটা বিষয়টি খতিয়ে দেখতে ইউজিসি টিম নিজেরা আসছেন বিশ্ববিদ্যালয়ে।

সূত্রের খবর, যাদবপুর বিশ্ববিদ্যালয়কে চিঠি দেয় ইউজিসি। সেই চিঠির সাধ্যমত উত্তরও দিয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যদিও তাতে সন্তুষ্ট নয় ইউজিসি। সেই কারণেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে আসছে ইউজিসির প্রতিনিধি দল। এমনটাই জানা গিয়েছে। বিশ্ববিদ্যালয়ের পাঠানো রিপোর্টে খুশি না হয়েই হয়েই ক্যাম্পাসে আসার সিদ্ধান্ত নিয়েছে ইউজিসির বিশেষ প্রতিনিধি দল। ক্যাম্পাসের সামগ্রিক অবস্থা এবং ছাত্র মৃত্যুর পরের পরিবেশ সরেজমিনে খতিয়ে দেখারও চেষ্টা করবেন তাঁরা।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে এই ছাত্র মৃত্যুর ঘটনা। পুলিশ এখনও পর্যন্ত ১৩ জনকে গ্রেফতার করেছে। যার মধ্যে একজন জামিনে মুক্ত হয়েছে। আলাদা করে তদন্ত করছে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীন তদন্ত কমিটি। এই ঘটনার পরই যাদবপুর বিশ্ববিদ্যালয়কে দফায় দফায় চিঠি দেয় ইউজিসি। এমনকী তাদের ভূমিকা নিয়ে ক্ষোভও প্রকাশ করেন তাঁরা। এরপরই বিশ্ববিদ্যালয় চত্বরে সিসিটিভি ক্যামেরা বসানো বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হয়।

তবে এরই মধ্যে অভিযোগ উঠেছে ইউজিসির কোন গাইডলাইন মানছে না বিশ্ববিদ্যালয়। তাই তাই যাদবপুর বিশ্ববিদ্যালয়কে চিঠি দেয় ইউজিসি। সেই চিঠির উত্তরও দেয় যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু তাতে সন্তুষ্ট না হয়ে ইউজিসি প্রতিনিধি দল বিশ্ববিদ্যালয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়‌ ক্যাম্পাসে এসে কর্তৃপক্ষ এবং ছাত্রদের সঙ্গে কথা বলবে ইউজিসি’‌র বিশেষ দল। এমনটাই সূত্রে জানা গিয়েছে।

 

You may also like