Home Bengal দিল্লি অভিযানে তৃণমূলের নেতৃত্বে বঞ্চিতদের জন্য ভাড়া করা হল বিশেষ ট্রেন

দিল্লি অভিযানে তৃণমূলের নেতৃত্বে বঞ্চিতদের জন্য ভাড়া করা হল বিশেষ ট্রেন

by Mahanagar Desk
0 views

মহানগর ডেস্ক: দিল্লির কর্মসূচি সফল করতে ১০০ দিনের কাজের বকেয়া আদায়ে জোরকদমে নেমে পড়ল তৃণমূল। রাজ্যের শাসকদলের রাজ্যের বিভিন্ন প্রান্তের বঞ্চিতদের দিল্লি নিয়ে যেতে করা হলো বিশেষ পরিকল্পনা।একদিকে যেমন দিল্লি এবং কলকাতায় বঞ্চিতদের থাকা-খাওয়ার ব্যবস্থাও করা হচ্ছে তেমনই অন্যদিকে বকেয়া অর্থপ্রাপকদের কলকাতা থেকে দিল্লি নিয়ে যাওয়ার জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হচ্ছে।

রাজ্য থেকে যারা দিল্লির অভিযানে যাবেন, তারা শুক্রবার থেকেই কলকাতায় জড়ো হওয়া শুরু করবেন, এমনটাই জানা গিয়েছে তৃণমূল সূত্রে।ট্রেন ও বাসে করে কলকাতায় আসবেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কেন্দ্রীয় প্রকল্পে বঞ্চিতরা।তাদের থাকার ব্যবস্থা করা হচ্ছে শুক্রবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে।শাসক দল কলকাতা থেকে দিল্লি যাওয়ার জন্য একটি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে । সেই ট্রেনে করেই ৩-৪ হাজার মানুষ দিল্লি রওনা দেবেন।ওই বিশেষ ট্রেন ৩০ সেপ্টেম্বর সকাল ৮ টায় হাওড়া থেকে রওনা দেবে।ট্রেনটি ১ অক্টোবর দিল্লি পৌঁছে যাবে।

এখনও পর্যন্ত যা ঠিক রয়েছে তাতে ২ অক্টোবর গান্ধীজির জন্মজয়ন্তিতে রাজঘাটে শ্রদ্ধা জানাতে যাওয়ার কথা নেতৃত্বের। পরদিনের কর্মসূচি অবস্থান বিক্ষোভের।কয়েক হাজার দলীয় নেতা-কর্মীর জমায়েতের কথা সেখানে।তৃণমূল যন্তরমন্তরে তার জন‌্য অনুমতি নিয়ে রেখেছে।সেখান থেকে পদযাত্রা করে বঞ্চনার প্রতিবাদে লেখা ৫০ লক্ষ চিঠি নিয়ে দলের সাংসদ, বিধায়ক, মন্ত্রী ও পদাধিকারীদের যাওয়ার কথা কৃষিভবন।সেখানে বঞ্চনার কথা তুলে ধরা হবে কেন্দ্রীয় গ্রামোন্নয়নমন্ত্রী গিরিরাজ সিংয়ের সঙ্গে সাক্ষাৎ করে। প্রসঙ্গত, এখনও অবধি পাওয়া খবর অনুযায়ী দলের কর্মসূচির কথা বলে গিরিরাজ এই সাক্ষাৎ এড়িয়ে যেতে পারেন।

You may also like

Mahanagar bengali news

Copyright (C) Mahanagar24X7 2024 All Rights Reserved